পর্দায় দেখা নেই বহুদিন, তাও বিলাসী জীবন যাপন! কীভাবে রোজগার করেন রেখা?

Published on:

রেখার বেড রুমে প্রবেশের অনুমতি একমাত্র এই মহিলার! জানেন তিনি কে?

তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন। তবে তাকে নিয়ে তৈরি হওয়া বেশকিছু রহস্য আজও দর্শকদের মনে কৌতূহলের নিদর্শন করতে পারেনি। তেমনি তার আয় নিয়েও রয়েছে নানান কৌতুহল। অভিনয় না করেও কিভাবে তার আয় হয় তা নিয়ে কৌতুহল রয়ে গিয়েছে অনুরাগীদের মনে।

বাড়ি-গাড়ি-গয়না মিলিয়ে প্রচুর টাকা সম্পত্তির মালিক তিনি৷দক্ষিণ ভারতেও প্রচুর সম্পত্তি রয়েছে অভিনেত্রীর৷ সেখান থেকেও মোটা টাকা আয় হয় রেখার৷ অভিনেত্রী রেখা রাজ্যসভার সাংসদ৷ প্রতি মাসে সেখান থেকেই ১ লাখ টাকা আয় করেন অভিনেত্রী৷

   
 ⁠

এছাড়াও বিভিন্ন রকম টিভি শো করেন তিনি। নানান ধরনের অনুষ্ঠানের উদ্বোধনে যান সেই সমস্ত জায়গা থেকেও তার আয় হয়। এছাড়া বিহারের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন রেখা৷

  
 ⁠

একইসঙ্গে, রেখা বিজ্ঞাপনেরও জনপ্রিয় মুখ, সেখান থেকে আয় হয় ভাল পরিমাণ অর্থ৷ জানা গিয়েছে, তার মোট সম্পত্তির পরিমাণ ৪০ মিলিয়ন ডলার৷ মুম্বইয়ের বান্দ্রায় তাঁর যে বিশাল বাড়ি রয়েছে তার দামই বর্তমানে প্রায় ১০০ কোটি টাকা৷

দিল্লির শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন তিনি ১৯৯০ সালে। কিন্তু বিয়ের এক বছরের মাথায় স্ত্রীর ওড়না পেচিয়েই আত্মহত্যা করেন মুকেশ আগারওয়াল। এই মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে জল ঘোলাও হয় বিস্তর। কিন্তু সব থেকে তাৎপর্যের ব্যাপার স্বামীর মৃত্যুর পরেও একমাথা সিঁদুর পড়ে ঘুরে বেড়ান রেখা। এখনো তাকে যে কোন অনুষ্ঠানে দেখা যায় সিঁদুর পরেই আসতে।