২০১৪-এর পর আর বড় পর্দায় দেখা যায়নি রেখাকে! কেন? অভিনেত্রী নিজেই ফাঁস করলেন রহস্য

তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন। তবে তাকে নিয়ে তৈরি হওয়া বেশকিছু রহস্য আজও দর্শকদের মনে কৌতূহলের নিরসন করতে পারেনি।
এই কিংবদন্তী অভিনেত্রীকে ২০১৪ সালের পর থেকে আর অভিনয় করতে দেখা যায়নি সিনেমায়। কিন্তু কেন? যার উত্তর অভিনেত্রী নিজেই দিয়েছেন।শুধু তাই নয়, রেখা তাঁর বিরল কথোপকথনে শেয়ার করেছেন, নিজের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনের ভাবনা সম্পর্কেও।
নিজের কাজ বেছে নেওয়ার ব্যাপারে অত্যন্ত নাক উচু তিনি। এই কথা নিজেই স্বীকার করেছেন। চিত্রনাট্য পছন্দ না হলে তিনি সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও জানান। অভিনেত্রী বলেন, “আমি ছবি তৈরি করি অথবা না করি, সিনেমা কখনওই আমাকে ছেড়ে যায় না। আমি যা ভালোবাসি, তা আবার নতুন করে তুলে ধরার জন্য পুরনো স্মৃতিতে ফিরে যাই। যখন সঠিক সময় আসবে, তখন সঠিক প্রজেক্টে আমাকে খুঁজে পাওয়া যাবে। আমার জীবন আমার নিজের, কিন্তু আমার সিনেমাটিক ব্যক্তিত্ব দর্শকের দৃষ্টিতে রয়েছে। তাই আমি কোথায় থাকতে চাই এবং কোথায় থাকতে চাই না, তা বাছাই করে সিদ্ধান্ত নিতে হয়। আমি যা পছন্দ করি, তা বেছে নেওয়ার অধিকার অর্জন করতে পেরে আমি ধন্য। তাই সহজ ভাবে কোনও প্রজেক্ট রিজেক্ট করার বিলাসিতাও রয়েছে।”
এবার প্রশ্ন উঠতেই পারে তাহলে অভিনেত্রীর রোজগার হয় কিভাবে? বাড়ি-গাড়ি-গয়না মিলিয়ে প্রচুর টাকা সম্পত্তির মালিক তিনি৷দক্ষিণ ভারতেও প্রচুর সম্পত্তি রয়েছে অভিনেত্রীর৷ সেখান থেকেও মোটা টাকা আয় হয় রেখার৷ অভিনেত্রী রেখা রাজ্যসভার সাংসদ৷ প্রতি মাসে সেখান থেকেই ১ লাখ টাকা আয় করেন অভিনেত্রী৷
এছাড়াও বিভিন্ন রকম টিভি শো করেন তিনি। নানান ধরনের অনুষ্ঠানের উদ্বোধনে যান সেই সমস্ত জায়গা থেকেও তার আয় হয়। এছাড়া বিহারের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন রেখা৷
একইসঙ্গে, রেখা বিজ্ঞাপনেরও জনপ্রিয় মুখ, সেখান থেকে আয় হয় ভাল পরিমাণ অর্থ৷ জানা গিয়েছে, তার মোট সম্পত্তির পরিমাণ ৪০ মিলিয়ন ডলার৷ মুম্বইয়ের বান্দ্রায় তাঁর যে বিশাল বাড়ি রয়েছে তার দামই বর্তমানে প্রায় ১০০ কোটি টাকা৷