গসিপ

যৌনদৃশ্যের শ্যুট করতে গিয়ে ভেঙেই গিয়েছিল চেয়ার! ফাঁস হল রেখা-ওম পুরির এই অজানা তথ্য

বলিউডে বিতর্কিত অভিনেতা অভিনেত্রী ওম পুরি, রেখা। তাঁদের জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকমহলের। এই দু’জনকে জড়িয়ে বলিউডের অলিতে-গলিতে শোনা যায় নানান মশালাদার গল্প।

১৯৯৫ সালে বাসু ভট্টাচার্য পরিচালনা করেন ‘আস্থা: ইন দ্য প্রিসন অফ কিং’। এই ছবিতে রেখা এবং ওম পুরিকে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। এই ছবির বাঁকে বাঁকে রয়েছে রগরগে যৌন দৃশ্য। যা সেই সময় টানটান উত্তেজনা সৃষ্টি করেছিল।

শোনা যায়, দুই তারকার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ঝড় তুলেছিল দর্শকদের মনে। এমনই এক দৃশ্যে চেয়ারে বসে থাকা অবস্থায় শারীরিক ভাবে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল তাদের। জানা যায়, শুটিং করতে গিয়ে এমনই মত্ত হয়ে গিয়েছিলেন তারা যে চেয়ার ভেঙে গিয়েছিল।সেই সময় তাঁদের ওজন নিতে না পেরেই সেটের মধ্যে চেয়ারটি ভেঙেও যায় ।

ওম পুরীর জীবনের নানা গোপন এই বিতর্কিত অধ্যায় নিয়ে একটি বই লিখেছেন, ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা। ওই বইয়ে তিনি লেখেন, মাত্র ১৪ বছর বয়সেই বাড়ির ৫৫ বছর বয়সী পরিচারিকার শারীরিক সম্পর্কে জড়ান তিনি।

Back to top button