আমি যা পছন্দ করি, তা বেছে নিতে….! নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন রেখা

Published on:

প্রেমিক তো নয় যেন 'মাম্মাজ বয়'! এই ব্যক্তির সঙ্গে সম্পর্কে গিয়ে চরম বিরক্ত রেখা

তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন। তবে তাকে নিয়ে তৈরি হওয়া বেশকিছু রহস্য আজও দর্শকদের মনে কৌতূহলের নিরসন করতে পারেনি।

এই কিংবদন্তী অভিনেত্রীকে ২০১৪ সালের পর থেকে আর অভিনয় করতে দেখা যায়নি সিনেমায়। কিন্তু কেন? যার উত্তর অভিনেত্রী নিজেই দিয়েছেন।শুধু তাই নয়, রেখা তাঁর বিরল কথোপকথনে শেয়ার করেছেন, নিজের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনের ভাবনা সম্পর্কেও।

   
 ⁠

নিজের কাজ বেছে নেওয়ার ব্যাপারে অত্যন্ত নাক উচু তিনি। এই কথা নিজেই স্বীকার করেছেন। চিত্রনাট্য পছন্দ না হলে তিনি সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও জানান। অভিনেত্রী বলেন, “আমি ছবি তৈরি করি অথবা না করি, সিনেমা কখনওই আমাকে ছেড়ে যায় না। আমি যা ভালোবাসি, তা আবার নতুন করে তুলে ধরার জন্য পুরনো স্মৃতিতে ফিরে যাই। যখন সঠিক সময় আসবে, তখন সঠিক প্রজেক্টে আমাকে খুঁজে পাওয়া যাবে”।

  
 ⁠

তাঁর কথায়, “আমার জীবন আমার নিজের, কিন্তু আমার সিনেমাটিক ব্যক্তিত্ব দর্শকের দৃষ্টিতে রয়েছে। তাই আমি কোথায় থাকতে চাই এবং কোথায় থাকতে চাই না, তা বাছাই করে সিদ্ধান্ত নিতে হয়। আমি যা পছন্দ করি, তা বেছে নেওয়ার অধিকার অর্জন করতে পেরে আমি ধন্য। তাই সহজ ভাবে কোনও প্রজেক্ট রিজেক্ট করার বিলাসিতাও রয়েছে।”