তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন অভিনেত্রী রেখা।
৬৯ বছর বয়সে এসেও একই রকম প্রতিভাময়ী তিনি। শোনা যায় এমন একজনের প্রেমে পড়েছিলেন তিনি যাকে নিয়ে রীতিমত অসন্তুষ্ট ছিলেন অভিনেত্রী। তিনি এতটাই মায়ের ঘেঁষা ছিলেন যে কোনদিনই তারা গভীর রাত পর্যন্ত সময় কাটাতে পারেননি। কারণ রেখার সেই প্রেমিকের বাড়ি যাওয়ার তারা ছিল।
সেই প্রেমিকের নাম ছিল কিরণ কুমার। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আমরা কখনই গভীর রাতে একসঙ্গে সময় কাটাইনি। ১০টায় ওকে বাড়ি ফিরতেই হবে। একগ্লাস দুধ পান করে শুয়ে পড়তে হবে”। রেখার কথায়, তিনি ছিলেন একেবারেই ‘মাম্মাজ বয়’।
বিষয়টি অবশ্য স্বীকার করে নিয়েছিলেন কিরণ কুমারও। তিনি জানান, এই নিয়ে বহুবার রেখার সঙ্গে কথাও বলেছেন। যদিও এই সম্পর্কের মেয়াদ খুব বেশিদিনের ছিল না। তাই এই সম্পর্ক তেমনভাবে প্রকাশ্যে আসেনি কোনদিন।
১৫ বছরের নাবালিকা রেখার প্রথম ছবিটির নাম ‘দো শিকারি’। বিপরীতে ছিলেন, বাঙালি নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বিশ্বজিতের বয়স তখন ৩২। ছবির পরিচালক ছিলেন কুলজিৎ পাল।