বহু পুরুষের ঘুম উড়িয়েছেন! কিন্তু এই অভিনেতাকেই দারুন ভয় পান রেখা

Published on:

শখ করে ছবি তুলতে চেয়েছিল ভক্ত! অনুরাগীর আবদারে সপাটে চড় মারলেন রেখা

বরাবরই চর্চায় তাদের সম্পর্ক। বলিউডের যে সমস্ত সম্পর্ক বহুল চর্চিত তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় পরকীয়া প্রেম কাহিনী রেখা অমিতাভের। বারবার প্রকাশ্যে অমিতাভকে ভালোবাসেন বলে স্বীকার করেছেন রেখা। একবার এক সাক্ষাৎকারে রেখা স্পষ্ট জানিয়েছিলেন তিনি অমিতাভকে কতটা ভয় পান।

রেখার ওই পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “থাপ্পড সে না ডর লাগতা হ্যায় স্যার। আমি এমনকি প্রেমকেও ভয় পাই না,কারণ আমি এটি সীমাহীন পরিমাণে করতে পারি তবে আমি শুধু একটি জিনিসকে ভয় পাই, বিগ বি, বিগ বস”।

   
 ⁠

বহুবার বহুভাবে অমিতাভের প্রতি প্রেম জাহির করেছেন তিনি। রেখা বলেন, “হতে পারে আমার প্রতি তাঁর প্রেম নেই, হতে পারে ছিল, হতে পারে কখনও হয়তো ছিল না, থাকবে না… কারণটা খুব স্বাভাবিকভাবেই সকলে জানেন। আমার জীবনের গল্প। তবে আমার মাথায় যে তোমার ঘিরে প্রেম ভরে-ভরে রয়েছে, প্রতিদিন আমি দ্বগ্ধে-দ্বগ্ধে বাঁচি, তার কী হবে? সেটাকে অন্তত সম্মান দাও”।

  
 ⁠

বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল রেখা ও অমিতাভের মধ্যে রয়েছে মাখোমাখো প্রেম। আর সেই সম্পর্ক খুব স্বাভাবিকভাবেই পীড়া দিয়েছিল অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনকেও। আর এই তিন অভিনেতা-অভিনেত্রীর অভিনীত সিলসিলা দেখলে কিন্তু খানিকটা সেই বাস্তবের কথাই মনে হয়। সেই সিনেমায় বাস্তব আর গল্প যেন মিলেমিশে গিয়েছিল।