বিনা অনুমতিতেই রেখাকে চেপে ধরে চুমু খেয়েছিলেন এই বাঙালি নায়ক! আতঙ্কের দিন আজও ভুলতে পারেননি অভিনেত্রী

Avatar

Published on:

বিনা অনুমতিতেই রেখাকে চেপে ধরে চুমু খেয়েছিলেন এই বাঙালি নায়ক! আতঙ্কের দিন আজও ভুলতে পারেননি অভিনেত্রী

তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন অভিনেত্রী রেখা। তবে তাঁর জীবনের প্রথম ছবিতেই ঘটেছিল এমন এক কাণ্ড যা অভিনেত্রীর মনে থাকবে চির স্মরণীয় হয়ে।

রেখার বাবা জেমিনি গণেশন তামিল ছবির জনপ্রিয় তারকা ছিলেন। তার দ্বিতীয় পক্ষের দুই সন্তান ছিলেন রেখা ও রাধা। তাঁর বাবা জেমিনি গনেশন স্ত্রী এবং কন্যাকে ছেড়ে চলে গিয়েছিলেন। একপ্রকার বাধ্য হয়ে সিনেমাতে নামতে হয়েছিল ছোট্ট রেখাকে।

   
 ⁠

তিনি তখন ১৫ বছরের নাবালিকা। তাঁর প্রথম ছবিটির নাম ‘দো শিকারি’। বিপরীতে ছিলেন, বাঙালি নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বিশ্বজিতের বয়স তখন ৩২। ছবির পরিচালক ছিলেন কুলজিৎ পাল।

  
 ⁠

রেখা তাঁর আত্মজিবনী ‘ রেখা: দ্য আনটোল্ড স্টোরি’-তে লেখেন, পরিচালক ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গে নায়ক বিশ্বজিৎ রেখাকে নিজের দিকে টেনে জোর করে ঠোঁট ঠেঁসে চুমু খান। যা তাঁর কাছে এখনও শকের মত। পরিচালক তাঁর অনুমতি না নিয়েই ছবিতে চুম্বনের দৃশ্য রেখেছিলেন।

অভিনেত্রী জানান, ঘনিষ্ট দৃশ্যের কথা থাকলেও শুটের মধ্যে রেখার অনুমতি না নিয়েই বিশ্বজিৎ জোর করে চুমু খেয়ে বসেন রেখাকে। কিন্তু পরিচালক এই দৃশ্য না কেটে বরং শুটিং চলতে দেন। এমনকি ছবিতেও সেই দৃশ্য পুরোটাই দেখানো হয়েছিল।