সৌন্দর্য্যে টেক্কা দিয়েছিলেন দিদি রেখাকে! বলিউডে নাম করেও কোথায় হারিয়ে গেলেন বোন রাধা?

তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন অভিনেত্রী রেখা। কিন্তু জানেন কি তাঁর বোনও সমান সুন্দরী। এমনকি সে এতটাই সুন্দর যে পাল্লা দিতে পারে তার দিদিকেও।
রেখার বাবা জেমিনি গণেশন তামিল ছবির জনপ্রিয় তারকা ছিলেন। তার দ্বিতীয় পক্ষের দুই সন্তান ছিলেন রেখা ও রাধা। দুই মেয়েই চরম সুন্দরী। এরপর হটাত তিনি মারা যাওয়ায় সংসারের দায়িত্ব নিতে অনেক ছোট থেকেই অভিনয়ে নামেন রেখা। কিন্তু একইসঙ্গে মডেলিং শুরু করেন তাঁর বোন রাধাও।
নামজাদা বেশ কিছু মডেলিং ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছিলেন তিনি। বেশ কিছু তামিল ছবিতেও দেখা যায় তাঁকে। এমনকি ঋষি কাপুরের ববি ছবিতেও অভিনয় করার প্রস্তাব পান তিনি। সিনেমার থেকেও মডেলিং বেশি পছন্দ ছিল তাঁর।
কিন্তু বেশিদিন আর এই গ্ল্যামার জগতে থাকেননি তিনি। ১৯৮১ সালে উস্মান সাইদলে বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন রাধা।