সালমানের ক্রাশ ছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী! তাঁর জন্যই নাকি আজও অবিবাহিত ভাইজান

Avatar

Published on:

একটু সাবধানে! ফটোশিকারীদের হুঁশিয়ারি দিয়ে মেজাজ হারালেন সালমান

রেখাকে মন দেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। হাজার হাজার ভক্তের মনে তাঁর রাজত্ব। একের পর এক হিট ছবি উপহার দিয়ে আজও তিনি বলিউডের হার্টথ্রব। ব্যতিক্রম নন সেলেবরাও।

জানা যায়, বলিউডের ভাইজান সালমান খানেরও ক্রাশ ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে মজা করে তেমনটাই জানিয়েছিলেন তিনি। আর তাঁর জন্যই নাকি এখনও অবিবাহিত তিনি। যদিও পুরোটাই মজার ছলে বলেছিলেন সালমান।

   
 ⁠

এক সাক্ষাৎকারে তিনি মজা করে জানিয়েছিলেন যে, রেখাকে বিয়ে করতে পারেননি বলেই তিনি আজও হয়তো অবিবাহিত। রেখার প্রতি ভাললাগা ভালবাসা জন্মানো সেলেবদের অভাবে নেই। সেই তালিকায় রয়েছেন ভাইজানও। যদিও অভিনেত্রীর মন জুড়ে কিন্তু বিগ বি।

  
 ⁠

তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন অভিনেত্রী রেখা।