ফের বড় পর্দায় আসছে ‘পিকু’! কবে কোন কোন সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই ছবি?

Published on:

ফের বড় পর্দায় আসছে 'পিকু'! কবে কোন কোন সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই ছবি?

একের পর এক পুরোনো ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মূলত দর্শকদের চাহিদাতেই এই পুরোনো ছবি গুলিকে ফিরিয়ে আনা হচ্ছে থিয়েটারে। আর দর্শকরা ভালওবাসছেন এই ছবি গুলোকে। এবার সেই তালিকাতেই যোগ হল সুজিত সরকার পরিচালিত পিকু ছবিটি।

এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। এছাড়াও এই ছবিতে ছিলেন ইরফান খান, মৌসুমী চ্যাটার্জী-এর মতো অভিনেতা-অভিনেত্রীরা।

   
 ⁠

অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমা দাগ কেটেছে ভক্তদের মনে। এই সিনেমা এক কন্যা এবং বৃদ্ধ বাবার মধ্যে হাস্যকর কিন্তু হৃদয়গ্রাহী সম্পর্ককে দেখিয়েছে। একটি মেয়ে কীভাবে তাঁর বৃদ্ধ বাবার লালন করছে ছোট্ট শিশুর মত সেই গল্প দেখিয়েছে।

  
 ⁠

এই ছবি মুক্তির খবর অনুরাগীদের কাছে বাড়তি আনন্দ নিয়ে এসছে। আমিতাভ-দীপিকাও যেমন এই ছবির পুনরায় মুক্তির খবর পেয়ে খুশি ঠিক তেমনই প্রয়াত অভিনেতা ইরফান খানের কথা মনে করে ভারাক্রান্ত হয়ে পড়েন দুজনেই। ছবির পোস্টার শেয়ার করে ইরফানকে স্মরণ করেছেন অমিতাভ এবং দীপিকা । ছবিটি পর্দায় আসায় স্বাভাবিক ভাবেই উত্তেজিত দর্শকরা। যাঁরা এখনও দেখেননি এই ছবি তাঁরা আরও একবার এই ছবি বড় পর্দায় দেখার সুযোগ পাবেন।