বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ইমার্জেন্সি ছবির মুক্তির দিন ঘোষিত হল অবশেষে। এই ছবি মূলত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের উপর তৈরি। এই ছবি নিয়ে বিতর্ক হয়েছে বহু। কাঁটছাট হয়েছে অনেক কিছু। অবশেষে সেন্সর বোর্ডের ক্লিনচিট পাওয়ায় খানিকটা স্বস্তিতে কলাকুশলীরা।
কঙ্গনা রানাওয়াত আগেই জানিয়েছিলেন, সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে ছবিটিকে। এরপরই সকলে ছবি মুক্তির দিনের অপেক্ষায় ছিলেন। অবশেষে দিন ঘোষণা করলেন অভিনেত্রী। জানা গিয়েছে আগামী বছর ১৭ জানুয়ারি এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। খবর পাওয়ার পর ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
ইন্দিরা গান্ধীর জীবনীর উপর তৈরি এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৬ সেপ্টেম্বর। কিন্তু তখন সেন্সর বোর্ডের অনুমতি না মেলায় পিছিয়ে যায় মুক্তি। বেশ কয়েকটি আদালতের মামলার কারণে, এই ছবির মুক্তি স্থগিত করা হয়েছিল। এরপর ইমার্জেন্সি ১৭ অক্টোবর সেন্সর বোর্ড থেকে ক্লিন চিট পেয়েছে।
সেন্সর বোর্ড ছাড়পত্র না দেওয়ার ছবি নির্মাতারা বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সিবিএফসি একটি সংশোধিত কমিটি গঠন করেছিল, যা কঙ্গনাকে ছবিতে পরিবর্তনের পরামর্শ দিয়েছিল। সিনেমার কিছু দৃশ্য নিয়ে তারা আপত্তি জানিয়েছিলেন। এরপর বেশ কিছু দৃশ্য পরিবর্তন করার হলে ছবিটি শেষ পর্যন্ত অনুমোদন পায়।
ইমার্জেন্সি সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। অভিনয়ের পাশাপাশি তিনি এই সিনেমাটি পরিচালনা ও প্রযোজনাও করেছেন। এছাড়াও অনুপম খের , শ্রেয়াস তালপাড়ে এবং মহিমা চৌধুরীর মতো অনেক অভিনেতাকেও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।