অরিজিৎ সিংকে হারিয়ে উপরে উঠে এসেছিলেন এই গায়ক! তারপরেই হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি?

Published on:

অরিজিৎ সিংকে হারিয়ে উপরে উঠে এসেছিলেন এই গায়ক! তারপরেই হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি?

ফেম গুরকুলের মতো রিয়েলিটি শো তে গিয়ে সহজেই বিচারকদের মুগ্ধ করেছিলেন রেক্স ডিসুজা। অরিজিৎ সিং কে পেছনে ফেলে রানারআপের তকমা ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু এখন এই গায়কেরই কোন খোঁজ নেই। একেবারেই হারিয়ে গিয়েছেন জনপ্রিয়তার আড়ালে।

২০০৬ সালে যখন ফেম গুরুকুল নামে গানের রিয়ালিটি শো শুরু হয় তখন সেখানে অংশগ্রহণ করেছিলেন রেক্স ডিসুজা। নিজের দক্ষতার গুনে সহজেই মন জয় করেছিলেন বিচারকদের। দর্শক-মনেও খুব সহজে জায়গা করে নিয়েছিলেন রেক্স।

   
 ⁠

এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন অরিজিৎ সিংও। তবে সেই সময় তার এত পরিচিতি ছিল না। নিজের জায়গা তৈরি করার জন্য লড়াই করে যাচ্ছিলেন গায়ক। তখনই তাকে পেছনে ফেলে শুরু থেকেই বিচারকদের মুগ্ধ করেছিলেন রেক্স।

  
 ⁠

এদিকে শো এর মাঝপথে আউট হয়ে গিয়েছিলেন অরিজিৎ। কিন্তু এই প্রতিযোগিতার শেষ পর্যন্ত টিকেছিলেন রেক্স। শেষ পর্যন্ত বিজয়ী হতে না পারলেও হয়েছিলেন রানার আপ। রূপরেখা বন্দ্যোপাধ্যায় এবং কাজী তৌকিরকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

কিন্তু এখন এই রেক্সকেই আর সংগীত জগতে কোথাও খুঁজে পাওয়া যায় না। তার নামও হয়তো ভুলে গিয়েছেন দর্শকরা। কয়েকটি আঞ্চলিক ছবিতে গান গাওয়া ছাড়া তেমন বড় কোন ব্রেক তিনি পাননি বলেই জানা গিয়েছে। শোনা যায় দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করে বেশিরভাগ সময় আমেরিকাতে থাকেন তিনি। দেশ-বিদেশে কিছু শো করেন।