আমি ডাইনি, কালাজাদু করি! কাজ না পেয়ে একী মন্তব্য করে বসলেন রিয়া?

Published on:

সুশান্ত এখন অতীত! প্রেমিক নিখিল কামাতকে কবে বিয়ে করছেন? জবাব দিলেন রিয়া

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর প্রায় সাড়ে তিনবছর কেটে গিয়েছে। তার মৃত্যুতে আঙুল উঠেছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। পুলিশি হেফাজতেও ছিলেন তিনি। বেশ কিছু মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। এবার জীবনের সে সমস্ত কালো দিনের কথা স্মরণ করে মুখ খুললেন অভিনেত্রী।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


একটি টক-শো আয়োজন করছেন রিয়া। এই ইন্টারভিউ সেশনের নাম ‘চ্যাপ্টার ২’। সেখানেই ওই সময়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে শোনা গেল তাঁকে। নিজের পডকাস্ট অনুষ্ঠানে জমে থাকা বহু কথা উগরে দিলেন অভিনেত্রী।

   
 ⁠

সুশান্তের মৃত্যুর পর অনেকেই বলেছিলেন রিয়া কালো জাদু করতে পারে। সুশান্তকে বশ করেছিলেন তিনি। এমনকি ডাইনি বলেও দাগিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। এই নিয়ে রিয়া বলেন, “আমি মাঝে মধ্যে নিজেই মজা করে বলি, আমি অলৌকিক শক্তির অধিকারী। একটা ঘরে ঢুকেই আমি উপস্থিত মানুষকে দুই ভাগে ভাগ করে নিই”।

  
 ⁠

তাঁর কথায়, “একদল মানুষ আমায় বলে, “আমি ডাইনি, আমি কালাজাদু করি। অন্য দলের মানুষ আমায় দেখে সাহসী ও শক্তিশালী বলে। কারা কী ভাবছেন, আমি মুহূর্তে বুঝতে পারি। কোনও চিকিৎসকের চেম্বার হোক বা বিমানবন্দর, এ সব বুঝতে আমার অসুবিধা হয় না। তবে আমি বুঝে গিয়েছি, এগুলো আমাকে আর প্রভাবিত করতে পারে না”।

কিছুদিন আগে নিজের জন্মদিনে রিয়া এক পোস্টে লেখেন, “৩২ বছরে পা রাখলাম আমি। কী অপূর্ব, অসাধারণ একটা সফর ছিল এই ৩২টা বছরের। আর গত ৪টে বছরে আমার জীবন তো পুরোটাই বদলে গিয়েছে। অনেক কিছু শিখেছি। তৈরি করেছি একটা নতুন আমিকে। তৈরি করেছি এমন একটা মানুষকে, যাকে নিয়ে আমার ভাললাগা কাজ করে। গর্ব অনুভব করতে পারি। সেটাকে উদযাপন করার জন্যই আমরা কথা বলতে প্রস্তুত এমন কিছু মানুষদের সঙ্গে, যাঁরা সত্যিই নিজেদের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছে”।