বিস্তর ঝামেলা, সুশান্তের মৃত্যুর পর হাতছাড়া বহু কাজ! অবসাদে কীভাবে দিন কেটেছিল রিয়ার?

Published on:

বিস্তর ঝামেলা, সুশান্তের মৃত্যুর পর হাতছাড়া বহু কাজ! অবসাদে কীভাবে দিন কেটেছিল রিয়ার?

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর কেটে গিয়েছে বেশ কিছু বছর। তার মৃত্যুতে আঙুল উঠেছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। পুলিশি হেফাজতেও ছিলেন তিনি। বেশ কিছু মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। এই ঘটনার পর অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে। এমনকি তাঁর সেই সময়ে তাঁর কাজ পেতেও অসুবিধে হচ্ছিল বলে জানান তিনি।

রোডিজ শোয়ের প্রোমোতে দেখা যাচ্ছে রিয়া চক্রবর্তী কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে বিতর্ক তৈরি হয়েছিল তাঁকে ঘিরে সেটার পর তাঁকে বিস্তর ঝামেলা পোহাতে হয়েছে কাজ পেতে। রীতিমত স্ট্রাগল করতে হয়েছে। সেই সময় তিনি দারুণ ভেঙে পড়েছিলেন বলেও জানান।

   
 ⁠

এছাড়াও নিজের একটি পডকাস্ট অনুষ্ঠানে ওই সময়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন রিয়া। নিজের পডকাস্ট অনুষ্ঠানে জমে থাকা বহু কথা উগরে দেন অভিনেত্রী।সুশান্তের মৃত্যুর পর অনেকেই বলেছিলেন রিয়া কালো জাদু করতে পারে। সুশান্তকে বশ করেছিলেন তিনি। এমনকি ডাইনি বলেও দাগিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।

  
 ⁠

কঠিন পরিস্থিতি নিয়ে রিয়া বলেন, “আমি মাঝে মধ্যে নিজেই মজা করে বলি, আমি অলৌকিক শক্তির অধিকারী। একটা ঘরে ঢুকেই আমি উপস্থিত মানুষকে দুই ভাগে ভাগ করে নিই”।