অপেক্ষার অবসান, গৌরব-ঋদ্ধিমার ঘর আলো করে এলো নতুন অতিথি! কেমন আছে মা-সদ্যজাত?

অবশেষে অপেক্ষার অবসান। ঘর আলো করে এলো নতুন অতিথি। এখন খুশির হাওয়া চক্রবর্তী পরিবারে। শনিবার মা- বাবা হলেন ঋদ্ধিমা, গৌরব। দাদু হলেন সব্যসাচী চক্রবর্তী। এখন সুস্থই রয়েছেন মা ও সদ্যজাত।
এ দিন সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুনের এক মেয়ে। এবার গৌরব হলেন পুত্র সন্তানের বাবা। নতুন অতিথি আসায় দারুন খুশি পরিবারের সকলেই।
সম্প্রতি প্রয়াত মায়ের ছবি পাশে নিয়ে বসেই সাধ খাওয়ার ছবি দিয়েছিলেন ঋদ্ধিমা। পাশে ছিলেন তাঁর শ্বশুর এবং বাবা। তাঁরা দু হাত ভরে আশীর্বাদ করছেন তাঁকে। আর সামনে সাজানো রয়েছে রকমারি পদ। গৌরব জানান, ঋদ্ধিমার পছন্দের সব পদই রাখা ছিল পাতে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল সেই ছবি।
আবার কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করেছিলেন গৌরব। সাদা কালো ছবিতে ফুটে উঠেছিল আদুরে মুহূর্ত। দেখা যাচ্ছে কালো পোশাকে একেবারে মোহময়ী লাগছে ঋদ্ধিমাকে। স্পষ্ট তার বেবিবাম্প। অপরদিকে সাদা শার্ট পরে তাঁকে পেছন থেকে জড়িয়ে আছে গৌরব। ছবির ক্যাপশনে লেখা, “You+me=three”।
২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন গৌরব এবং ঋদ্ধিমা। যদিও তার আগে সাত বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। তাঁদের সম্পর্কের বয়স ১২ বছর। ইন্ডাস্ট্রিতে ‘হ্যাপি কাপল’ বলেই পরিচিত তাঁরা।