দীপাবলিতেই প্রকাশ্যে এল গৌরব-ঋদ্ধিমার ছেলের ছবি! ছোট্ট ধীরকে দেখে কী বলল নেটদুনিয়া?

অবশেষে অপেক্ষার অবসান হয়েছে সেপ্টেম্বরেই। ঘর আলো করে এসেছে নতুন অতিথি। এখন খুশির হাওয়া চক্রবর্তী পরিবারে। পুত্র সন্তানের মা- বাবা হয়েছেন ঋদ্ধিমা, গৌরব। দাদু হয়েছেন সব্যসাচী চক্রবর্তী। সুস্থই রয়েছেন মা ও সদ্যজাত। এখন এই একরত্তিকে নিয়ে দারুণ কাটছে তাদের দিন। এবার দিওয়ালিতে এই একরত্তিকে নিয়ে ছবি দিলেন নতুন বাবা-মা।
প্রথম পুত্র সন্তান জন্মের পর এই প্রথম দিওয়ালি গৌরব ঋদ্ধিমার কাছে। তাই এই বছর টা বেশি স্পেশাল তাদের কাছে। তাই ছেলে ধীরের নামেই রঙ্গোলি দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানালেন অনুরাগীদের। সম্পূর্ন পরিবারের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তারা।
তবে ছেলেকে নিয়ে ছবি দিলেও তাঁর মুখ দেখাননি এই তারকা দম্পতি। ছবিতে একটি বাদামি রঙের সালওয়ারে দেখা গিয়েছে অভিনেত্রীকে, অন্যদিকে পুত্রকেনিয়ে কালো পঞ্জাবিতে ধরা দিয়েছেন অভিনেতা গৌরব। কমলা জামা পরে বাবার কোলে চেপে আছে ধীর। ছবি দেওয়া মাত্রই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে শুভ কামনায়।
জানা গিয়েছে, বাড়ির এই নতুন অতিথিকে নিয়ে সব থেকে বেশি উৎসাহিত তার দিদি, অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুনের মেয়ে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গৌরব জানান, “ভাইয়ের মেয়ে আমার ছেলেকে নিয়ে খুব খুশি। ওরা ভাইবোন একসঙ্গে সময় কাটাচ্ছে। সেটা যে কতটা ভালোলাগা ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের পরিবার এখন সম্পূর্ণ”।
অপরদিকে তাদেরও বেশ খুশিতেই দিন কাটছে বলে জানান তিনি। বলেন, সত্যিই সুন্দর সময় কাটছে। ঈশ্বরের আশীর্বাদে। ধীরের দাদু -ঠাকুমারাও তাঁকে প্রায়ই দেখতে আসছেন। পুজোর সময় বাড়ির সকলে একসঙ্গেই সময় কাটিয়েছেন। এই সময় তাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।
নিজের সন্তান জন্মের পরেই সোশ্যাল মিডিয়ায় এক কবিতার মাধ্যমে নিজের সদ্যজাত সন্তানের নাম প্রকাশ করেছিলেন গৌরব। নামে রয়েছে একদম বাঙালিয়ানার ছোঁয়া। গভীর মানেও রয়েছে নামের। এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে।
গৌরব তাঁর পোস্টে লিখেছিলেন, “আমাদের জগতে নতুন আলোর ছটা এসেছে। এক পুত্রসন্তান, আর গুচ্ছ গুচ্ছ আনন্দ ও অসংখ্য সম্ভাবনা। তার জীবনপথ যেন জ্ঞান এবং ভালবাসায় ভরে ওঠে। সে নিজে যেন নিজের পথ খুঁজে পায়। নিজের গল্প যেন নিজেই লেখে। পৃথিবীতে একটা দাগ রেখে যায়। ধীর, আমরা তোমায় ভালবাসি”। অর্থাৎ ছেলের নাম রেখেছেন তাঁরা ‘ধীর’।
১৬ সেপ্টেম্বর শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ঋদ্ধিমা। সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুনের এক মেয়ে। এবার গৌরব হলেন পুত্র সন্তানের বাবা। নতুন অতিথি আসায় দারুন খুশি পরিবারের সকলেই।