বিনোদন

অপেক্ষা নতুন অতিথির আসার! কেমন উপভোগ করছেন গৌরব-ঋদ্ধিমা মাতৃত্বকালীন জার্নি?

এপ্রিলেই খুশির খবর দিয়েছিলেন ঋদ্ধিমা ও গৌরব। তাঁদের সংসারে তৃতীয় ব্যক্তি আসতে চলেছে বলে জানিয়েছিলেন। বেবী বাম্পের ছবি দিয়ে সেকথা জানিয়েছিলেন অভিনেত্রী। এবার শুধু সময়ের অপেক্ষা। জানা গিয়েছে সেপ্টেম্বরেই অপেক্ষার অবসান হতে পারে।

২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন গৌরব এবং ঋদ্ধিমা। যদিও তার আগে সাত বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। তাঁদের সম্পর্কের বয়স ১২ বছর। ইন্ডাস্ট্রিতে ‘হ্যাপি কাপল’ বলেই পরিচিত তাঁরা।

এই সময়ে একটু বেশিই যত্নে থাকতে হয় সব হবু মায়েদের। তার কতটা যত্ন নিচ্ছেন স্বামী গৌরব? এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হবু বাবা জানিয়েছেন, “খুবই আনন্দদায়ক সময় এটা আমাদের জন্য৷ চেষ্টা করছি ওকে যত্ন করার। একটু বেশি প্যাম্পার করার। ঋদ্ধিমার অবশ্য না হয় মুড সুইং, না হয় কোনও বিশেষ খাবার ইচ্ছা! তবু তার মধ্যেও চেষ্টা করছি।’’

গৌরব আরও জানান, “ঋদ্ধিমা তেমন কোনও বায়না করে না। তবে মাঝে মাঝে খাওয়ার নিয়ে বিভিন্ন আবদার করে। কখনো বিশেষ কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে চায়, আবার কখনো বাড়িতে খাবার আনিয়ে খাবার বায়না করে।”

অন্তঃসত্ত্বা হলেই বেশ কিছু কড়া ডায়েট মেনে চলতে হয়। তবে তার ফাঁকে ইচ্ছে মত খাবারও তো চলে টুকটাক। আর সেই রকমই কিছুদিন আগে এক পোস্ট করেছিলেন অভিনেত্রী। ছবি দিয়ে ঋদ্ধিমা লিখেছেন, ‘৯ মাস, প্রতিদিন চিট ডে’।

এই খবরে স্বাভাবিকভাবে খুশির হাওয়া চক্রবর্তী পরিবারে। তবে এটি চক্রবর্তী পরিবারের প্রথম সন্তান নয়। এর আগেই সব্যসাচী এবং মিঠু চক্রবর্তীর ছোট ছেলে অর্জুনের একটি কন্যা সন্তান হয়েছে। সে এখন পাঁচ বছরের। এবার শুধুই নতুন অতিথির আসার অপেক্ষা।

Back to top button