জীবনে ধার নিয়ে চলতে চাই না! তারকাদের বিলাসিতা নিয়ে বিস্ফোরক ঋ

Avatar

Published on:

জীবনে ধার নিয়ে চলতে চাই না! তারকাদের বিলাসিতা নিয়ে বিস্ফোরক ঋ

বরাবরই সাহসী, ছক ভাঙা নিয়মে অভ্যস্ত ঋতুপর্ণা সেন। টলিউডে ঋ নামেই পরিচিত তিনি। মুখের উপর সোজা সাপটা কথা বলতেই ভালোবাসেন তিনি। সেই কারণে বিতর্কেও জড়িয়েছেন একাধিকবার। এই অভিনেত্রী কেরিয়ারের অনেকখানি পথ পার করলেও এখনও অনাড়ম্বরপূর্ণ জীবনই কাটান। কিন্তু কেন? কারণও খোলসা করলেন তিনি।

এখন ইন্ডাস্ট্রিতে দেখা যায় কয়েক দিন কাজ করেই গাড়ি, বাড়ি করে নিয়েছেন তারকারা। এই বিলাসবহূল জীবনেই আপত্তি ঋ- এর। সে সাদামাটা জীবন যাপন করতেই পছন্দ করেন। এমনকি তাঁর চালচলনও আহামরি কিছু না।

   
 ⁠

তিনি বলেন, “স্বজনপোষণ সব জায়গাতে। কাজের অবস্থা খুবই খারাপ। আমায় ক’টা ওয়েব সিরিজ বা সিনেমায় কাজ করতে দেখেন আপনারা? শহর ছেড়ে চলে যেতেও বার বার ইচ্ছা হয়। তবে সেই জন্য নয় আমি ইচ্ছা করেই গাড়ি কিনিনি। জীবনে আমি ধার নিয়ে চলতে চাই না”।

  
 ⁠

তিনি আরও বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে যে যেটাই কিনুক না কেন সবটাই তো ধার নিয়ে করেন তাঁরা। আজকের দিনে আমার কোনও ধার নেই। সবাই যে এই ধার করে বাড়ি গাড়ি কেনে তাদের তো সেই কাজ থাকুক না থাকুন ইএমআই দিয়ে যেতে হবে। সেই ভার নিতে আমি রাজি নই”।