লাইফস্টাইল

সাবধান! ভুলেও হাতের এই আঙুলে পড়বেন না সোনার আংটি, হতে পারে মারাত্মক ক্ষতি

আংটি কমবেশি সকলেই আমরা পরিধান করে থাকি। অনেকে নানান সমস্যার থেকে মুক্তি পেতে পরেন। আবার অনেকে তো শৌখিনতার খাতিরে আংটি পরিধান করেন। কিন্তু জানেন কি ভুল আঙুলে ভুল আংটি পড়লে লাভের থেকে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে।

অনেকেই কিছু না জেনে বুঝে শৌখিনতার খাতিরে আঙুলে আংটি পরি৷ কেউ কেউ জ্যোতিষবিদের পরামর্শে নির্দিষ্ট আংটি পরিধান করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, নির্দিষ্ট ধাতুর আংটি পরার জন্য নির্দিষ্ট আঙ্গুল হতে হয়। শাস্ত্র বলছে অনামিকা আঙুলে তামার আংটি পরার পরামর্শ দেওয়া হয়৷ অনামিকা সূর্যের সঙ্গে সম্পর্কিত, এর ফলে আপনি স্বাস্থ্যবান হবেন।

এছাড়াও আপনি যদি কনিষ্ঠ আঙুলে রুপোর আংটি পড়েন তাহপলে উপকার পাবেন। কনিষ্ঠ আঙুলে রুপোর আংটি কোনো ব্যক্তিকে মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে। সেই সঙ্গে নিয়ন্ত্রণ পাওয়া যায় রাগের উপরেও। বুড়ো আঙুলে রুপোর বা প্ল্যাটিনামের আংটি পরলে অনেক উপকার হবে। রুপো বা প্ল্যাটিনামের আংটি পরলে দাম্পত্য জীবন সুখের হয় এমনটাই জানা যাচ্ছে শাস্ত্র থেকে।

আর আপনি যদি লোহার আংটি পড়তে চান তাহলে মধ্যমাতে তা পড়া উচিৎ। মাঝের আঙুলে কখনওই সোনার আংটি পরা উচিত নয়। মনে মধ্যমা আঙুলে সোনার আংটি পরলে জীবনে নেতিবাচক প্রভাব সঞ্চার হয়। জীবনে সুখ সমৃদ্ধি পেতে তর্জনীতে সোনার আংটি পড়ুন। তর্জনীতে সোনার আংটি পরলে সুখ ও সমৃদ্ধি আসে এমনটাই জানা গেছে।

Back to top button