ইষ্টিকুটুম এর অর্চিকে মনে আছে নিশ্চয়ই। একের পর এক বাংলা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋষি কৌশিক। একেবারে মধ্যবিত্তের ঘরের ছেলে হয়ে উঠেছেন তিনি। সকলে তাকে ঋষি কৌশিক নামেই চেনেন। তাঁর ঘরেও এখন বিচ্ছেদের সুর। যদিও এই নিয়ে স্পষ্টভাবে কিছুই বলেননি তিনি এবং তাঁর স্ত্রী দেবযানী। তবে সম্প্রতি তাঁর এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে কিছু উপলব্ধির কথা বলেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় এসে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। মন ভাঙার স্পষ্ট উল্লেখও ছিল সেখানে। তিনি বলেন, “বোঝায় বয়স যখন হল, তখন বুঝলাম প্রথম দেখায় প্রেম বলে কিছু হয় না। যা হয় সেটা ভাললাগা। এমন অভিজ্ঞতা আমার জীবনে প্রচুর হয়েছে। আমি ছোটবেলায় প্রথম প্রেমে পড়েছিলাম সায়োনারা গানটা দেখে আশা পারেখের”।
আসামে বেড়ে ওঠা এই ছেলেটি যে বাঙালি নয় তা কিন্তু বোঝা প্রায় অসম্ভব। ঋষি কৌশিক আসামে এক অসমীয়া পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার বাড়ি আসামের তেজপুরে। কিন্তু তার বাংলা শুনে বোঝার উপায় নেই যে তিনি বাঙালি নন।
২০০২ সালে অসম থেকে কলকাতায় আসেন কাজের সন্ধানে। তারপর থেকে এখানেই থেকে গিয়েছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সাফল্য লাভ করেছেন নিজের কর্ম ক্ষেত্রে। জানা গিয়েছে তার ভালো নাম কামাখ্যা কিংকর কৌশিক।