চরম অসুস্থতার মধ্যেও চালিয়ে গেছেন শুটিং! জানেন রীতা কয়রালের জীবনের এই মর্মান্তিক অধ্যায়?

অভিনয় করতে করতে হঠাৎ ই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী রীতা কয়রাল। তার জীবনের এক মর্মান্তিক দিক থেকে উঠে এসেছে। অসুস্থ থাকাকালীন অবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছেন অভিনেত্রী। তার আচমকা মৃত্যুতে ভেঙে পড়েছিল গোটা কি অনুরাগী মহল।
১৯৯৬ সালে আত্মজা ছবিতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর একে একে দারুণ দারুণ সব সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। অসুখ, খেলাঘর, পারমিতার একদিন, দত্ত ভার্সেস দত্ত, গণেশ টকিজ, জীবন নিয়ে খেলা, রাজমহলের মতো ছবিতে অভিনয় করেছিলেন।
লিভারের ক্যানসারে ভুগছিলেন তিনি। মাঝেমধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতো। সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হতো। কিছুটা সুস্থ হয়ে কাজে যোগ দিতেন অভিনেত্রী। তবে লড়াই থেমে গিয়েছিল 2017 সালের নভেম্বর মাসে। মৃত্যুর এক সপ্তাহ আগেই কেমোথেরাপি নিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। এরপর মাত্র ৫৮ বছর বয়সে ১৭ ই নভেম্বর 2017 সালে মারা যান অভিনেত্রী।
তার এই মৃত্যুতে ভেঙে পড়েছিল গোটা টলিউড। শোকাহত হয়েছিলেন মুম্বইয়ের বহু তারকাও।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন। তাঁর কথায়, ‘রীতা কয়রালের মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ। ওঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ফ্যানদের সমব্যথী আমি। খুব তাড়াতাড়ি চলে গেলেন।’
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, বাড়িওয়ালি সিনেমায় কিরন খেরের হয়ে ডাবিং করেছিলেন তিনি। কিন্তু অনুপম খের তাকে হুমকি দিয়ে সেই কথা চেপে যাওয়ার জন্য বলেছিলেন। এছাড়াও নিজের ক্যারিয়ারে হাজারো চ্যালেঞ্জিং মুহূর্তের সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী। সেই সমস্ত কিছু কাটিয়ে অভিনয় করেছেন দাপটের সঙ্গে