কাজ পেতে কি ‘কম্প্রোমাইজ’ করা জরুরি? টলিউডের গোপন সত্য ফাঁস করলেন ঋতাভরী চক্রবর্তী

Avatar

Published on:

টলিউড ইন্ডাস্ট্রির উজ্জ্বল আলো আর গ্ল্যামারের আড়ালে রয়েছে এমন কিছু অন্ধকার দিক, যা অনেকেরই অজানা। সময়ের সাথে সাথে সেই অপ্রকাশিত সত্যগুলো ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। বিশেষ করে মহিলাদের হেনস্থা এবং তাঁদের প্রতি নানা ধরনের ‘কম্প্রোমাইজ’ করার চাপ নিয়ে এখন অনেকেই সরব হচ্ছেন। সম্প্রতি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী নিজের অভিজ্ঞতা এবং ইন্ডাস্ট্রির কিছু গোপন দিক প্রকাশ্যে এনেছেন।

ঋতাভরী জানিয়েছেন, টলিউড ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুর দিকে অনেক অভিনেত্রীকেই ম্যানিপুলেট করা হয়। তাঁদের বোঝানো হয় যে, কাজ পেতে হলে ‘কম্প্রোমাইজ’ করাটা একপ্রকার নিয়ম। এমনকি, অনেক পরিচালক এবং প্রযোজকরা নিজেদের সুবিধার জন্য এমন পরিস্থিতি তৈরি করে, যেখানে অভিনেত্রীদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে। যদিও ঋতাভরী কখনও এই পথে হাঁটেননি। তিনি বরাবরই নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিয়েছেন, যা হয়তো তাঁর লক্ষ্যে পৌঁছনোর গতিকে শ্লথ করেছে কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজের জায়গা করে নিয়েছেন।

   
 ⁠

টলিউড ইন্ডাস্ট্রির কিছু অংশ এখনো লজ্জাজনকভাবে এই প্রথা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। নাম না করেই অভিনেত্রী বলেন, অনেকেই এই ব্যবস্থার শিকার হয়েছেন, কিন্তু এখনও সেই কথা মুখ ফুটে বলার সাহস পাননি। তবে একদিন এই প্রথার অবসান ঘটবে এবং টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের নিরাপত্তার জন্য একটি গিল্ড তৈরি করবেন বলেও আশাবাদী তিনি।

  
 ⁠

অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে এমন পরিচালকও আছেন, যাঁরা শুধুমাত্র কাজের জন্য অভিনেত্রীদের মূল্যায়ন করেন, তাঁদের শরীর বা ব্যক্তিগত জীবনের প্রতি কোনও আগ্রহ দেখান না। এই ধরনের মানুষদের জন্য ইন্ডাস্ট্রি এখনও স্বচ্ছভাবে কাজ করে যাচ্ছে। তিনি নিজেও এমন কিছু গুণী পরিচালকের সাথে কাজ করেছেন, যাঁদের কাছে কাজটাই প্রধান, আর এই ধরনের মানুষেরাই টলিউডকে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন তিনি।