গুরুতর অসুস্থ ঋতাভরী! অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেত্রী?

Published on:

আমাদের ইন্ডাস্ট্রিতে কেন ব্যবস্থা নেওয়া হয় না? হেমা কমিশনের রিপোর্টের উদাহরন টেনে প্রশাসনকে কড়া প্রশ্ন ঋতাভরির

অসুস্থ ঋতাভরী চক্রবর্তী। হাসপাতালে ভর্তি অভিনেত্রী। হল অস্ত্রোপচার। তবে এখন অস্ত্রোপচারের পর ভাল আছেন ঋতাভরী। জানালেন মা শতরূপা সান্যাল।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ঋতাভরী, শারীরিক অসুস্থতা নিয়েই কাজ করছিলেন। তবে শুটিং এর মাঝেই অসুস্থ হয়ে পড়ছিলেন মাঝেমধ্যে। অবশেষে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

   
 ⁠

সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে আপতত চিকিৎসাধীন তিনি। গলব্লাডারে স্টোন রয়েছে তাঁর। শনিবার সেই অস্ত্রোপচারই হয় তাঁর। বহুরূপীর শ্যুটিংয়ের সময়ও বারবার অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই নিয়েই কাজ চালিয়ে গিয়েছেন। বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যান।

  
 ⁠

আরও ১ দিন হয়তো ভর্তি থাকতে হবে এই অভিনেত্রীকেতবে এখন জ্ঞান ফিরেছে, আপাতত বিশ্রাম নিচ্ছেন তিনি। মা শতরূপা সান্যাল জানিয়েছেন, কাল চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারবেন কবে হাসপাতাল থেকে মুক্তি পাবেন ঋতাভরী। ২০২১ সালেও একবার হাসপাতালে ভর্তি হন ঋতাভরী। ওই সময় ফিসচুলার অপারেশন হয়েছিল নায়িকার।