বিনোদন

ফিডিং বোতল হাতে মিষ্টি হাসির খুদেকে চেনা যাচ্ছে? এই ছোট্ট মেয়েটি আজ জনপ্রিয় অভিনেত্রী

এখন সকলেই নিজের শৈশবের ছবি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। আর এই ট্রেন্ডে বাদ যায়নি সেলিব্রিটিরাও। তারাও তাদের ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভাসছেন নস্টালজিয়ায়। এবার তেমনই এক সেলেবের ছোটবেলার ছবি ভাইরাল হল।

ছবি দেখে এই একরত্তিকে চেনার উপায় নেই। তবে বর্তমানে চুটিয়ে কাজ করছেন এই অভিনেত্রী। আজকাল তিনি অনুরাগীদের সেন্সেশন হয়ে উঠেছেন। সবাই দারুন প্রশংসা করছেন তার অভিনয়ের।

এই খুদে অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী। ছবিতে দেখা যাচ্ছে, হাতে ফিডিং বোতল নিয়ে একমুখ হাসি এক খুদের।বিছানার ওপর ফিডিং বোতল নিয়ে বসে আছে সে। ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে।

ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, “ভীষণ মিষ্টি”। কেউ আবার হৃদয়ের ইমোজি দিয়েছেন। এক ভক্তের কথায়, “প্রথম পন্ডস পুজোর নন্দিনী ২০১৯- এ প্রথম দেখেছিলাম। সেখান থেকেই আমার ক্রাশ। এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মহিলা”।

উইন্ডোজ প্রোডাকশনের ফাটাফাটি সিনেমায় কাজ করে ব্যাপক প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। বঙ্গ ললনা বলতে যা বোঝায় একেবারে তার আইডিয়াল উদাহরণ ঋতাভরী চক্রবর্তী। তার চাহনি, চলন ধরন সবকিছুই যেন ঘুম কাড়ে দর্শকদের। আর নিজের প্রতি মুহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন অভিনেত্রী। তার একাধিক ছবি ও ভিডিওতে ঘুম উড়বার জোগাড় ভক্তদের।

Back to top button