বঙ্গ ললনা বলতে যা বোঝায় একেবারে তার আইডিয়াল উদাহরণ ঋতাভরী চক্রবর্তী। তার চাহনি, চলন ধরন সবকিছুই যেন ঘুম কাড়ে দর্শকদের। তবে এবার টলিউড ছাপিয়ে বি টাউনেও রমরমা তাঁর। এবার পাপুয়া নিউ গিনির ছবিতে অভিনয় করবেন ঋতাভরী। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় এই ছবিটি তৈরি হবে। বাংলার কাছে যে এটি বাড়তি সম্মানের তা নিঃসন্দেহে বলা যায়।
আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন ডা. বিজুকুমার দামোদরন ছবিটির পরিচালনার দায়িত্ব নিয়েছেন। ছবির নাম, পাপা বুকা। সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছেন তিনবারের গ্র্যামি জয়ী শিল্পী রিকি। জুলাই থেকেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
পাপুয়া নিউ গিনির হাইকমিশনার ইনবাসেকর সুন্দরামূর্তি এই ছবি নিয়ে যাবতীয় তথ্য দিয়েছেন। ইতিমধ্যেই বলিপাড়ার হাইপ্রোফাইল ইদ পার্টিতে ঋতাভরীর ডাক পড়ে। অনুরাগ কাশ্যপ থেকে শাহরুখ খান, সকলের সঙ্গেই যোগাযোগ রাখেন টলিউড অভিনেত্রী। এমনকী বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেও সলমন-শাহরুখদের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করতে দেখা গিয়েছিল তাঁকে।
এমনকি নারী দিবসে দীপিকা পাড়ুকোন উপহার পাঠিয়েছিলেন ঋতাভরীকে। 82E নামে দীপিকার একটি প্রসাধনী ব্র্যান্ড রয়েছে। সেখান থেকেই একাধিক মেকআপের জিনিস পাঠিয়েছেন তিনি টলিউড অভিনেত্রীর জন্য। শুভেচ্ছা বার্তা লেখা একটি কার্ডও ছিল।