কঠিন লড়াইয়েও পাশে ছিল না কেউ! কঠোর লড়াইয়ের মধ্যে দিয়েই বেড়ে ওঠা ঋতাভরীর, কী বলছেন অভিনেত্রীর মা?

টলিউডে যে কজন সিঙ্গেল মাদার সন্তানদের নিজের হাতে বড় করেছেন তাঁদের মধ্যে অন্যতম শতরূপা স্যান্যাল। ঋতাভরী, চিত্রাঙ্গদা চক্রবর্তী দুজনেই সফল অভিনেত্রী। কিন্তু এই দুই মেয়েকে বড় করতে গিয়ে বহু চড়াই উৎরাই পাড় করতে হয়েছে তাঁকে। এতদিন পর সেই নিয়ে মুখ খুললেন তিনি।
নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে শতরূপা দেবী সোশ্যাল মিডিয়ায় এক কবিতা লেখেন তিনি। তিনি লিখলেন,
কঠিন লড়াই সামনে জেনেও, পাইনি তো ভয়
তখন ছিল কঠিন সময়, অমোঘ সময়।
তোমরা যারা বলতে তখন , পারবিনা তুই
হারবি এ সব লড়াই-যুদ্ধে শুধু শুধুই!
বরং ভালো , আপোষ করা, নীরব থাকা
সব প্রতিবাদ মনের মধ্যে গুমরে রাখা…..
আমড়াগাছি ,চাপড়ানো পিঠ , থাকবে সবই
যখন ঘটে চোখের সামনে অসম্ভবই!”
মেয়েদের সঙ্গে বরাবরই খোলামেলা তিনি। দুই মেয়েকে বন্ধুর মতো করেই বড় করেছেন তিনি। মায়ের সঙ্গে একেবারে বন্ধুর মতো করে মিশেছে। পূর্ন স্বাধীনতা দিয়েছেন মেয়েদের। মেয়েরাও আজ নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত। এদিকে, মায়ের এই পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী।
অভিনেত্রীর মা জানান, সমাজে একজন সিঙ্গেল মাদারকে যতটা সমস্যার সম্মুখীন হতে হয়, তাঁকেও সেই সব একই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে তিনজনের সংসারে কোনোদিন কিছুই তাঁদের গোপন ছিল না। ভীষণ কাছের হয়েই সময় কাটিয়েছে তাঁরা।