গসিপ

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ঋতাভরী! মা হওয়ার খবর দিতেই বাবার পরিচয় নিয়ে উঠল প্রশ্ন

হঠাৎই হইহই কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। মা হচ্ছেন ঋতাভরী চক্রবর্তী, তাও কিনা বিয়ের আগেই। এমনই এক পোস্ট করেছেন অভিনেত্রী। আর তার এই পোস্ট ঘিরেই শুরু জল্পনা। এবার এই পোস্টের পরেই জল্পনা উঠেছে তাহলে হবু বাচ্চার বাবা কে?

বৃহস্পতিবার সন্ধ্যায় এক পোস্ট দেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, “আমি এবং আমার স্বামী জানাচ্ছি আমি গর্ভবতী। আপনাদের ভালবাসা ও আর্শীবার্দ চাই”। তার এই পোস্ট দেখেই উত্তেজিত নেট দুনিয়া। একইসঙ্গে কৌতুহলী তাঁর ভক্তকূলও।

নেটিজেনদের একাংশ তাঁর স্বামী কে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। বারবার ঘুরে ফিরে আসছে এই একটাই প্রশ্ন। আগামী সন্তানের পিতা কে তাহলে। কারণ কিছুদিন আগেই শোনা গিয়েছিল প্রেমিক তথাগতর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। তবে এই নিয়ে মুখ খোলেন নি কোনও পক্ষই। যদিও ঋতাভরী জানিয়েছিলেন প্রেমের সম্পর্ক না থাকলেও একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁদের।

এদিকে হঠাৎ এহেন পোস্ট কেন করলেন অভিনেত্রী? তাই নিয়েই ক্রমশ করছে উত্তেজনার পারদ। তবে অনেকের মতে এটা কোনও ছবির প্রচার সংক্রান্ত পোস্ট হয়ে থাকতে পারে। যদিও পোস্ট দেখে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে মৈনাক ভৌমিকের থ্রিলার ‘গৃহস্থ’তে। তাঁর বিপরীতে অভিনয় করবেন অভিনেতা সৌরভ দাস।

Back to top button