সাদা গাউনে বোল্ড লুকে ঋতাভরী! ছবি পোস্ট হতেই কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়

বঙ্গ ললনা বলতে যা বোঝায় একেবারে তার আইডিয়াল উদাহরণ ঋতাভরী চক্রবর্তী। তার চাহনি, চলন ধরন সবকিছুই যেন ঘুম কাড়ে দর্শকদের। আর নিজের প্রতি মুহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন অভিনেত্রী। তবে শুধু বঙ্গ ললনা নয়, বোল্ড লুকেও দর্শকদের ঘুম উড়িয়ে দেন এই অভিনেত্রী।
এবারও তার অন্যথা হলো না। ইংল্যান্ডে শুটিংয়ের কাজে গিয়েছেন অভিনেত্রী। আর সেখানে কাজের ফাঁকে চুটিয়ে ঘুরেও বেড়াচ্ছেন তিনি। আর নিজের প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় । মোটের উপর এখন ঋতাভরীর ম্যাজিকে বুঁদ ভক্তরা।
ছবিতে দেখা যাচ্ছে, 6সাদা গাউন পরে খালি পায় খোলা মাঠে দাঁড়িয়ে তিনি। ডিপ নেক কাট গাউনের উপর থেকে উঁকি দিচ্ছে বক্ষবিভাজিকা। খোলা চুলে অন্যমনে দাঁড়িয়ে আছেন তিনি। মাঠের মাঝে আবেদনময়ী ঋতাভরীকে দেখে চোখ ফেরাতে পারছে না নেট নাগরিকরা। কিলার লুকে একেবারে ঘুম উড়েছে অনুরাগীদের।এখন নেট দুনিয়ার নতুন সেনসেশন ঋতাভরী। ভিডিও পোস্ট করা মাত্রই হু হু বাড়ছে ছবির কমেন্ট ও লাইকের সংখ্যা।
তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও করেছেন বেশ কিছুজন। একজন লেখেন, ‘নিজেই নিজের জায়গা খারাপ করছ। তোমাকে আমরা সবাই বঙ্গ নারীর জায়গা দিয়েছি সেটা বজায় রাখতে শেখো। শরীরটা এভাবে বিলিয়ে দিও না। তোমার বাড়ির লোকজন তোমায় দেখছেন সেটা ভুলে যেও না।’
কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছিলেন নায়িকা৷ ভি-নেক ফুলস্লিভ ব্লাউজের সঙ্গে কালো রঙের শিফন শাড়িতে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ দর্শকরা৷ খোলা চুলে চোখের চাহনিতে রাতের ঘুম কেড়ে নিয়েছেন নায়িকা৷
ভিডিওতে দেখা গিয়েছে, চোখে মোটা করে কাজল, কপালে ছোট টিপ আর হালকা লিপস্টিকে মোহময়ী মায়া ছড়াচ্ছেন তিনি। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই একাধিক ছবি ও ভিডিওতে ঘুম উড়বার জোগাড় ভক্তদের।