বঙ্গ ললনা বলতে যা বোঝায় একেবারে তার আইডিয়াল উদাহরণ ঋতাভরী চক্রবর্তী। তার চাহনি, চলন ধরন সবকিছুই যেন ঘুম কাড়ে দর্শকদের। আর নিজের প্রতি মুহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন অভিনেত্রী। তবে তিনি কবে ফের মেগা সিরিয়ালে ফিরবেন এই নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের মধ্যে।
অনুরাগীদের খানিকটা হতাশ করেই ঋতাভরী জানান, “আই ডোন্ট থিঙ্ক সো”। তাঁর কথায়, “ওগো বধূ সুন্দরীর পরে ও রকম শো আর ক’টা হয়েছে? হলেও হাতে গোনা।”। তিনি আরো জানান , “ওগো বধূ সুন্দরীর পরে ও রকম শো আর ক’টা হয়েছে? হলেও হাতে গোনা। মানুষের মন জয় করার মতো শো হতে আমি তো এখন দেখি না। কখনও হলে ভেবে দেখব। আর টেলিভিশনের কাজে অনেকটা সময় দিতে হয়, তাতে ছবি করা মুশকিল হয়ে যায়। আমার ফিল্ম কেরিয়ার রয়েছে, পাশাপাশি নিজের একাধিক হবি রয়েছে। সব সামলে ছোট পর্দার কাজ ব্যালান্স করতে পারব বলে মনে হয় না।’
বলিউড লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। আগেও প্রেমিকের সঙ্গে ছবি দিয়েছেন তিনি। কিছুদিন আগেই আদুরে পোস্ট করে তিনি লিখেছেন, “এই অশান্ত সময়ে তুমিই আমার শান্তির জায়গা”। প্রেমিককে নিজের ঘর, নিজের মানুষ’ বলেই উল্লেখ করেছেন অভিনেত্রী।
এবার জানা গেল চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। ডিসেম্বরেই নাকি বিয়ে করবেন নায়িকা। একেবারে ঘনিষ্ট কয়েকজনকে নিয়ে হবে অনুষ্ঠান। তবে জাঁকজমক থাকবে।