শারদীয়ার আগে মোহময়ী ঋতাভরী! সাদাকালো ছবিতে ঘুম ওড়ালেন অভিনেত্রী

Avatar

Published on:

শারদীয়ার আগে মোহময়ী ঋতাভরী! সাদাকালো ছবিতে ঘুম ওড়ালেন অভিনেত্রী

বঙ্গ ললনা বলতে যা বোঝায় একেবারে তার আইডিয়াল উদাহরণ ঋতাভরী চক্রবর্তী। তার চাহনি, চলন ধরন সবকিছুই যেন ঘুম কাড়ে দর্শকদের। আর নিজের প্রতি মুহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন অভিনেত্রী। তবে শুধু বঙ্গ ললনা নয়, বোল্ড লুকেও দর্শকদের ঘুম উড়িয়ে দেন এই অভিনেত্রী। এবারও পুজোর আগে ফের একবার মোহময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর শেয়ার করা ওই ছবিতে দেখা যাচ্ছে, খোলামেলা ভাবে শাড়ি পড়েছেন তিনি। নেই ব্লাউজ। কাঁধে এলিয়ে পড়েছে চুল।

   
 ⁠

কপালে ছোট্ট টিপ, হালকা লিপস্টিক। কিছু ছবিতে উন্মুক্ত ক্লিভেজ। সাদা কালো ছবিতে মোহময়ী ঋতাভরী। ঋতাভরী ক্যাপশনে লিখেছেন- “মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা-মন চায় মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে।”

  
 ⁠

যদিও, আবেদনময়ী ঋতাভরীকে দেখে চোখ ফেরাতে পারছেন না নেট নাগরিকরা। কিলার লুকে একেবারে ঘুম উড়েছে অনুরাগীদের।এখন নেট দুনিয়ার নতুন সেনসেশন ঋতাভরী। ভিডিও বা ছবি পোস্ট করা মাত্রই হু হু বাড়ছে কমেন্ট ও লাইকের সংখ্যা। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও করেছেন বেশ কিছুজন। সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই একাধিক ছবি ও ভিডিওতে ঘুম উড়বার জোগাড় ভক্তদের।