ডু ইউ লাভ মী? ভালোবাসা খুঁজে বেড়াচ্ছেন ঋতাভরী, পেলেন কি?

বঙ্গ ললনা বলতে যা বোঝায় একেবারে তার আইডিয়াল উদাহরণ ঋতাভরী চক্রবর্তী। তার চাহনি, চলন ধরন সবকিছুই যেন ঘুম কাড়ে দর্শকদের। আর নিজের প্রতি মুহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন অভিনেত্রী। তবে শুধু বঙ্গ ললনা নয়, বোল্ড লুকেও দর্শকদের ঘুম উড়িয়ে দেন এই অভিনেত্রী। এবারও তাঁর অন্যথা হল না। বিচে গিয়ে বোল্ড লুকে উষ্ণতা ছড়ালেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, লাল হাই স্লিট সিফনের স্কার্ট পরে লাস্যময়ী অভিনেত্রী। সাদা ডিপ কাট টপ আর লাল ওড়না। সাদা ডিপ কাট টপে স্পষ্ট তাঁর ক্লিভেজ। সঙ্গে মানানসই মেকআপ আর কার্ল হেয়ার। তার এই লুক দেখে কার্যত মুগ্ধ দর্শক।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ডু ইউ লভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালবাসো? তবে কার উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন নায়িকা, তা জানতেই উৎসাহী তাঁর ভক্তরা৷ ভিডিও পোস্ট করা মাত্রই কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
ভিডিও পোস্ট করতেই তা ভাইরাল হতে বেশি সময় নেয়নি। মুহূর্তেই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। নেটিজেনরা কমেন্টের বন্যা বইয়ে লিখেছেন, ‘রানি’। কেউ বলেছেন, ‘হট’। কেউ লিখেছেল, লাল-সাদাতে বাঙালি সুন্দরী। তেমনই কেউ তাঁকে বলেছেন রং কুইন। কেউ কেউ তো আবার প্রেম নিবেদন করেও বসেছেন।
আবেদনময়ী ঋতাভরীকে দেখে চোখ ফেরাতে পারছেন না নেট নাগরিকরা। কিলার লুকে একেবারে ঘুম উড়েছে অনুরাগীদের।এখন নেট দুনিয়ার নতুন সেনসেশন ঋতাভরী। ভিডিও পোস্ট করা মাত্রই হু হু বাড়ছে ছবির কমেন্ট ও লাইকের সংখ্যা। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও করেছেন বেশ কিছুজন। সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই একাধিক ছবি ও ভিডিওতে ঘুম উড়বার জোগাড় ভক্তদের।