ডিটারজেন্ট পাউডার এখন অতীত! এই ফলেই বাসন হবে ঝকঝকে

Avatar

Published on:

ডিটারজেন্ট পাউডার এখন অতীত! এই ফলেই বাসন হবে ঝকঝকে

ঘরের বাসনপত্র মাজতে সার্ফ, ডিটারজেন্ট পাউডার কিংবা লিকুইড সাবানের ওপরই ভরসা করে আমরা সকলে। কিন্তু এইগুলো ছাড়াও একটি ফলের ব্যবহার করে বাসন হয়ে উঠতে পারে ঝকঝকে। আগেকার দিনে মা ঠাকুমারা এই পদ্ধতিতেই বাসন থেকে চুল সবকিছু পরিষ্কার করে নিতেন।

এই ফলটি হল রিঠা। শ্যাম্পুর বদলে চুলে রিঠা লাগালে চুল যেমন সিল্কি হয় ঠিক তেমনি বাসনপত্রও হয় ঝকঝকে। তবে এই রিঠা থেকে লিকুইড সাবান তৈরি করে নেওয়ার কয়েকটি পদ্ধতি জেনে নিতে হবে। সেই মতো বাড়িতে রিঠা থেকে তরল সাবান তৈরি করলেই কেল্লাফতে।

   
 ⁠

প্রথমেই গরম জলে ৩০ থেকে ৩৫টা রিঠা ভিজিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এরপর রিঠাগুলি নরম হয়ে এলে তেঁতুলের ক্বাথ বের করার মত রিঠাগুলি থেকেও চটকে ক্বাথ বের করে নিতে হবে।বীজগুলো ফেলে দিন। তারপর ওই জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিন। জলটা অর্ধেক হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। সারারাত ওই ভাবেই রিঠার জলটা রেখে দিন। পরদিন সকালে মিশ্রণটি ছেঁকে বোতলে ভরে নিন। বাকি অংশ জল মিশিয়ে নিন।

  
 ⁠

তবে শুধু বাসন ধোয়া বা চুল ধোয়ার কাজে নয় আরো নানান কাজে এই মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। একটি বোতলে এই তরল ঢেলে তাতে খানিকটা জল মিশিয়ে নিন। তাতে মেশান কয়েক ফোঁটা লেবুর রস এবং এসেন্সিয়াল অয়েল। তারপর হ্যান্ডওয়াশ হিসেবে ব্যবহার করুন।

আবার ৩ কাপ রিঠার জলের সঙ্গে ১/২ কাপ গ্লিসারিন ও ১ চামচ জ্যানথান গাম পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে কাঁসার থালা-বাসন ভাল পরিষ্কার হয়। ঘর মোছার জলেও দু তিন ফোঁটা রিঠার তরল মিশিয়ে ঘর মুছতে পারেন। এতে দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি ঘর ঝকঝকে হবে।

আয়নায় কিংবা জানলার কাঁচের দাগ তুলতে রিঠার এই তরল স্প্রে করে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছলে দাগ উঠে যায়। সোনার গয়না কিংবা অক্সিডাইসের গয়না বেশ কিছুক্ষণ রিঠার জলে চুবিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলে গয়না চকচকে হয়।