বিনোদন

নতুন প্রেমে পড়লেন ঋতুপর্ণা? কোনওরকম রাখ ঢাক না রেখে সোশ্যাল মিডিয়ায় কী জানালেন অভিনেত্রী?

এভারগ্রীন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সমসাময়িক কালে যেভাবে অন্যধারার ছবি করে তাক লাগাচ্ছেন অভিনেত্রী তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই কাজের ফাঁকেই টুক আবার প্রেমে পড়লেন অভিনেত্রী। আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন সেই প্রিয়জনের ছবি। তবে কার প্রেমে পড়লেন তিনি? খোলসা করলেন নিজেই।

সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেই ছবি দেখেই শুভেচ্ছা বার্তা অনুরাগীদের। ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, “নতুন প্রেমের খোঁজ। আমার আন্তর্জাতিক লাইসেন্স নিয়ে বিদেশে শহর ভ্রমণ”। আপাতত নিজের কাছের প্রিয় বিষয়টার খোঁজ দিলেন।

আসল বিষয়টা হল গাড়ি চালানোর প্রেমে পড়লেন তিনি।গাড়ির স্টিয়ারিংয়ে বসে একটি ছবি শেয়ার করেছেন তিনি। গাড়ি চালাচ্ছেন ঋতুপর্ণা। এটাই তাঁর কাছে এখন নতুন ভালবাসা। তার এই ছবি দেখে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

এখনও আগের মতই মাঝে মাঝে বোল্ড লুকে ধরা দেন অভিনেত্রী। কিছুদিন আগেও তেমনই বিকিনি পরা ছবি আপলোড করলেন তিনি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তেই ভাইরাল হল। তবে এই বিকিনি পরা ছবি দেখে ট্রোলও করেছেন অনেকেই।

অভিনেত্রীর সম্প্রতি ছবি দত্তা মুক্তি পাওয়ার আগেই বাংলাদেশ বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই এই বিকিনি পরে ছবি গুলো তুলেছিলেন তিনি। ছবি আপলোড করে ক্যাপশনে তিনি লিখেছেন, “দত্তা মুক্তির আগে নিজের সঙ্গে কাটানো কিছু সময়”।

Back to top button