দেখতে দেখতে ৬০ পার! জন্মদিনে বুম্বা দাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন ঋতুপর্ণা?

কয়েক দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রচলিত কথা অনুযায়ী তিনি ইন্ডাস্ট্রি। যুগের সাথে তাল মিলিয়ে বদল হয়েছে তার সিনেমার ধরন। একই সঙ্গে নিজেকে বদলেছেন অভিনেতা। কিন্তু ৬০ বছর পেরিয়েও নিজেকে একইভাবে স্টানিং লুক এ ধরে রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন তাঁর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি বাংলা ছবির পর্দা কাঁপিয়ে আসছে যুগ যুগ ধরে। কিন্তু একটা সময় পর থেকে আর তাদের জুটি বাঁধতে দেখা যায়নি। তবে বহু বছর পর এসে আবার প্রাক্তন সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের।
সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দুজনের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, “অসাধারণ মানুষটিকে জন্মদিনে শুভেচ্ছা জানাই। যে কাজটাকেও আমাদের কাছে খোলা হাওয়ার মতো করে তোলে। আর আমাদের এই বন্ডিংটা আমার কাছে খুব মূল্যবান। আরও সাফল্য ভাগ করে নেব আমরা। শুভ জন্মদিন। তোমার জীবনের এই বিশেষ দিনটি অনেক ভালোবাসা আর খুশিতে ভরে উঠুক, এই কামনাই করি”।
প্রসঙ্গত, একবার প্রশ্ন উঠেছিল, প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি ভেঙে যাওয়ায় কি কোথাও গিয়ে শূন্যতায় ডুবে গিয়েছিলেন অভিনেত্রী? ঋতুপর্ণা সেনগুপ্ত অবশ্য তার জবাব দিয়েছেন। তিনি বলেন, ” না, সেভাবে নয়, তবে সংগ্রামটা ছিল। ঋতুপর্ণার কথায়, সংগ্রাম আগেও ছিল, এখনও রয়েছে। তবে একসঙ্গে কাজ করার সংগ্রামের সংজ্ঞাটা একটু অন্যছিল। তখন একসঙ্গে প্রচুর ছবি করা। সকাল থেকে রাত হয়ে, কখন যে ভোর হয়ে যেত বুঝতেই পারতাম না। সেখানে কোনও মেকআপ ভ্যান নেই…। আজ সময়টা অনেক পাল্টে গিয়েছে”।
এদিকে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির পর আর তেমন কোনও জুটি সেভাবে মানুষের মনে দাগ কাটতে পারেনি। এই প্রসঙ্গে অভিনেত্রী নিজেও প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, সুযোগ সুবিধে সবই তো আছে? ভাল কাজ হচ্ছে, বেশ কয়েকজন জুটিতেই কাজ পাচ্ছেন, তবে কেন তৈরি হচ্ছে না আরও একটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত?