ফিকে সুশান্তের স্মৃতি! নতুন কোটিপতি প্রেমিকের সঙ্গে দেদার ঘুরছেন রিয়া

Avatar

Published on:

সুশান্ত এখন অতীত! প্রেমিক নিখিল কামাতকে কবে বিয়ে করছেন? জবাব দিলেন রিয়া

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর প্রায় সাড়ে তিনবছর কেটে গিয়েছে। তার মৃত্যুতে আঙুল উঠেছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। পুলিশি হেফাজতেও ছিলেন তিনি। বেশ কিছু মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। এবার সেই সমস্ত অতীত ভুলে নতুন প্রেমিকের সঙ্গে ধরা দিলেন তিনি।

বলিপাড়ার গুঞ্জন ই-কমার্স সংস্থা জেরোধার প্রতিষ্ঠাতা, কনিষ্ঠতম কোটিপতি নিখিল কামাতের সঙ্গে প্রেম করছেন রিয়া। যদিও এই নিয়ে মুখ খোলেননি তাঁরা কেউই। কিন্তু এদিন একটি ছবি ভাইরাল হয়েছে। আর সেই ছবি দেখেই অনুরাগীরা এই সম্পর্কের বিষয়ে নিশ্চিত হয়েছেন।

   
 ⁠

ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, ক্রপ টপ, ডেনিম জিন্সে, ক্রপড ডেনিম জ্যাকেট পরে নিখিলের বাইকের পেছনে বসে রয়েছেন রিয়া। আর নিখিলের পরনে রয়েছে ক্যাসুয়াল পোশাক। দু’জনের মুখেই ছিল কালো মাস্ক।

  
 ⁠

জানা যায়, ২০২১ সালে মানুষী চিল্লরের সঙ্গে বিচ্ছেদের পর রিয়ার প্রেমে পড়েন নিখিল। প্রেমিক’ নিখিল কামাতের সঙ্গে বাইক রাইডে দেখার পর ফের একবার রিয়ার প্রেমের চর্চা তুঙ্গে। কিছুদিন আগে জীবনের পুরোনো কালো দিনের কথা স্মরণ করে মুখ খুলেছিলেন অভিনেত্রী।

একটি টক-শো আয়োজন করছেন রিয়া। এই ইন্টারভিউ সেশনের নাম ‘চ্যাপ্টার ২’। সেখানেই ওই সময়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে শোনা গেল তাঁকে। নিজের পডকাস্ট অনুষ্ঠানে জমে থাকা বহু কথা উগরে দেন অভিনেত্রী।