সিরিয়াল

ওটিটি বড়পর্দা ঘুরে ফের সিরিয়ালে ফিরছেন রোহন! কবে কোন ধারাবাহিকে দেখা যাবে তাকে?

শুরুটা হয়েছিল ছোটপর্দার হাত ধরেই। তারপর ওটিটি প্ল্যাটফর্ম, বড়পর্দা ঘুরে ফের একবার সিরিয়ালে ফিরছেন রোহন ভট্টাচার্য্য। আর তাতেই খুশি অনুরাগীরা। তাঁকে নতুন সিরিয়ালে ফের দেখা যাবে আরও একবার।

স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’তে দেখা যাবে তাঁকে। বিপরীতে নায়িকা অঙ্গনা রায়। সহজ, সাধাসিধে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোহনকে। অপরদিকে, অঙ্গনার চরিত্রটি বেশ হাসিখুশি স্বভাবেরই মনে হচ্ছে।

শেষ ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে দেখা গিয়েছিল রোহনকে। তারপর সিরিয়াল থেকে লম্বা ব্রেক নিয়েছিলেন অভিনেতা। সেই সময় কাজ করেছেন ওয়েব সিরিজে। এমনকি দেবের বাঘাযতীন সিনেমাতেও দেখা যাবে তাকে।

এদিকে অঙ্গনা রায়ও যথেষ্ট জনপ্রিয় মুখ। তরুণ মজুমদারের আলো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করেছেন তিনি। ‘পাপ’, ‘তানসেনের তানপুরা’, ‘মোহমায়া’, রক্তকরবী’, ‘হোম কামিং’, ‘লুকোচুরি’র মতো ওয়েব সিরিজে দেখা গিয়েছে অঙ্গনাকে।

Back to top button