অরিজিৎ-সলমনের যুগলবন্দি! ভাইজানের জন্য রোমান্টিক গান গাইলেন কিং অফ মেলোডি, রইল মিউজিক ভিডিও

অবশেষে মিটেছে দূরত্ব। ঘুচে গেছে নয় বছরের তিক্ততা। আর এতেই খুশি বি টাউন। কথা হচ্ছে অরিজিৎ সিং এবং সালমান খানকে নিয়ে। গায়ক অবশেষে টাইগার 3-এর জন্য লেকে প্রভু কা নাম গানটি গেয়েছেন। এই গান তো প্রকাশ পেয়েছে আগেই। এবার প্রকাশ্যে এল আরও একটি রোমান্টিক গান। আর এই গানও দর্শক মনে ব্যাপক জায়গা করে নিয়েছে।
ইতিমধ্যেই টাইগার 3-এর লেকে প্রভু কা নাম গানটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এরপর ‘রুয়াঁ’ নামের রোম্যান্টিক গান প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে সলমন ও ক্যাটরিনাকে। এই গানটিও গেয়েছেন অরিজিৎ। উল্লেখ্য এই প্রথম সালমানের কোনও ছবিতে রোমান্টিক গান গাইলেন অরিজিৎ সিং।
প্রসঙ্গত, অরিজিৎ সিং একবার বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে। জানা যায়, একবার সালমান খানের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েছিলেন অরিজিৎ সিং।এমন কি তার পরিনামও হয়েছিল খুব খারাপ। এর পরই সলমনের বেশ কয়েকটি ছবি থেকে অরিজিতের গান বাদ পড়ে।
এদিকে সালমানের একের পর এক ছবি থেকে তার গান বাদ যাওয়ায় খানিকটা মুষড়ে পড়েছিলেন তিনি। শেষমেশ সমাজমাধ্যমে পোস্ট করে সলমনের কাছে ক্ষমা চান তিনি। অনুরোধ করেন, যাতে তাঁর গান ‘সুলতান’ থেকে বাদ না পড়ে। অরিজিৎ জানান, নিজের ব্যবহারের জন্য তিনি অনুতপ্ত। যদিও এই পোষ্টের পর তীব্র আপত্তি জানিয়েছিল তার অনুরাগীরা। পরে অবশ্য সেই পোস্ট মুছে দিয়েছিলেন অরিজিৎ।