সইফের নিরাপত্তায় এবার আরও এক অভিনেতা! ব্যক্তিগত ভাবে দেখা করলেন ছোট নবাবের সঙ্গে

Published on:

সইফের নিরাপত্তায় এবার আরও এক অভিনেতা! ব্যক্তিগত ভাবে দেখা করলেন ছোট নবাবের সঙ্গে

অভিনেতা হিসেবে খ্যাতি না পেয়ে রোজগারের বিকল্প পথ হিসেবে নিরাপত্তারক্ষীর কাজ শুরু করেছিলেন রনিত রায়। এরপরে খুলেছেন নিজের নিরাপত্তারক্ষীর সংস্থা। এবার এই রনিত রায়ই পেলেন সইফ আলি খানের নিরাপত্তার দায়িত্ব।

সইফের এই ভয়াবহ দিনে পাশে রয়েছেন রণিত। এক সংবাদমাধ্যমকে বিবৃতি দিতে গিয়ে সইফের নিরাপত্তা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অভিনেতা। সইফ যে দিন বাড়ি ফেরেন সে দিন তাঁর সঙ্গে দেখা করতেও বান্দ্রার বাড়িতে হাজির হয়েছিলেন রণিত।

   
 ⁠

এক সাক্ষাৎকারে একবার রনিত জানিয়েছিলেন, শাহরুখ খান, সালমান খান, আমির খান থেকে শুরু করে প্রীতি জিন্টা সকলেরই নিরাপত্তা রক্ষীর কাজ করেছেন তিনি। এছাড়াও অমিতাভ বচ্চন মিঠুন চক্রবর্তী কারণ জোহার অক্ষয় কুমারের নিরাপত্তা রক্ষী নিযুক্ত করা হয়েছিল রনিত রায়ের সংস্থা থেকেই।

  
 ⁠

অন্যদিকে বিভিন্ন হিন্দি ছবির শুটিংয়ের সময় সেটে যে নিরাপত্তার প্রয়োজন হতো সেখানেও রনিতের সংস্থা থেকেই নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছিল। তবে করোনা সংক্রমণ যখন বৃদ্ধি পায় সেই সময় তার সংস্থার হাল খারাপ হতে শুরু করে। এদিকে তার অবস্থা খারাপ হতে শুরু করলে কোনও বলি তারকাই তার পাশে দাঁড়াননি বলে আক্ষেপ করেছেন তিনি।