অভিনয়ের মাঝপথেই হারিয়ে গিয়েছিলেন! আবার ছোটপর্দায় ফিরছেন বাহামনি

Published on:

অভিনয়ের মাঝপথেই হারিয়ে গিয়েছিলেন! আবার ছোটপর্দায় ফিরছেন বাহামনি

খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছিল ইষ্টিকুটুম সিরিয়াল। আদিবাসী মেয়ের চরিত্রে নিজেকে একেবারে পুঙ্খনাপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছিলেন পর্দার বাহামনি তথা রনিতা। কিন্তু অভিনয়ের মাঝপথেই সিরিয়াল ছেড়ে দেন তিনি। যা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছে আবার ছোট পর্দায় ফিরছেন তিনি।

বাহামনি সিরিয়াল রমরমিয়ে চলার মাঝখানে হঠাৎ সিরিয়াল থেকে অব্যাহতি নেন নবাগতা অভিনেত্রী রনিতা। নতুন বাহামণি হিসেবে তাই রাতারাতি গল্পে এসেছিল নতুন মুখ। ইষ্টিকুটুম ধারাবাহিক ছেড়ে দেওয়াতে রনিতাকে নিয়ে অনেক প্রশ্ন দানা বেঁধেছিল দর্শকদের মনে।

   
 ⁠

এবার শোনা গেল, আবারও ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী রণিতা। ইতিমধ্যেই নাকি কথা বার্তা হয়ে গিয়েছে। তবে এখনও চূড়ান্ত সই করা বাকি রয়েছে। স্টার জলসাতেই দেখা যাবে তাঁকে। যদিও এই নিয়ে সিলমোহর দেননি তিনি। সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি তাঁকে আবার ছোট পর্দায় দেখতে পাবেন দর্শকরা।

  
 ⁠

শোনা গিয়েছিল শারীরিক অসুস্থতার কারণেই সিরিয়াল ছেড়ে দিয়েছেন তিনি। তবে এরপর জল নুপুর সিরিয়ালে অভিনয় করা মুখ্য চরিত্র রনিতার প্রেমিক সৌপ্তিক চক্রবর্তীও যখন একই সময়ে ওই সিরিয়াল থেকে বেরিয়ে আসেন তখন শুরু হয় জল্পনা।

তিনি নিজেও জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণেই ধারাবাহিক থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি। মেরুদণ্ডেতে প্রচণ্ড ব্যাথা এবং ওজন বৃদ্ধির কারনেই ইষ্টি কুটুম ছেড়েছিলেন তিনি।