অনাবৃত শরীরে বোল্ড রনিতা! ছবি পোস্ট হতেই হইচই নেট দুনিয়ায়

খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছিল ইষ্টিকুটুম সিরিয়াল। আদিবাসী মেয়ের চরিত্রে নিজেকে একেবারে পুঙ্খনাপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছিলেন পর্দার বাহামনি তথা রনিতা। এবার এই অভিনেত্রীর বোল্ড ফটোই ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। তার অনাবৃত শরীরের ছবি দেখে মাতোয়ারা নেট দুনিয়া।
সাহসী ছবি পোস্ট করে রনিতা লিখেছেন, “উইকেন্ড আর কনফিউশন যখন একসঙ্গে মিশে যায়”। ছবিতে দেখা যাচ্ছে খোলা চুল, হালকা টাচআপ আর হট প্যান্ট। তবে হাঁটু মুড়ে বসে ছবিটি এমন ভাবে তোলা যাতে দেখে মনে হচ্ছে উপরের অংশ অনাবৃত। আর এই দেখেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন তার উপরের অংশ অনাবৃত কিনা তাই নিয়ে। এর জবাব অবশ্য অভিনেত্রী দেননি।
বাহামনি সিরিয়াল রমরমিয়ে চলার মাঝখানে হঠাৎ সিরিয়াল থেকে অব্যাহতি নেন নবাগতা অভিনেত্রী রনিতা। নতুন বাহামণি হিসেবে তাই রাতারাতি গল্পে এসেছিল নতুন মুখ। ইষ্টিকুটুম ধারাবাহিক ছেড়ে দেওয়াতে রনিতাকে নিয়ে অনেক প্রশ্ন দানা বেঁধেছিল দর্শকদের মনে।
শোনা গিয়েছিল শারীরিক অসুস্থতার কারণেই সিরিয়াল ছেড়ে দিয়েছেন তিনি। কিন্তু ফের অভিনয়ে ফিরেছেন তিনি। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ও ‘আবার কাঞ্চনজঙ্ঘা’তে দেখা গিয়েছে তাঁকে। যদিও ওই দুটি ছবিই বক্স অফিসে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এছাড়াও কাজ করেছেন বেশ কিছু ওয়েব সিরিজে।