গরম কালে এসি ছাড়াই ঘর হবে ঠান্ডা! সহজ কিছু উপায় মেনে চললেই সাশ্রয় হবে বিদ্যুৎ বিল

Published on:

গরম কালে এসি ছাড়াই ঘর হবে ঠান্ডা! সহজ কিছু উপায় মেনে চললেই সাশ্রয় হবে বিদ্যুৎ বিল

তাপমাত্রা রোজই নতুন করে তার রেকর্ড তৈরি করছে। তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। ফ্যান বা এসি ছাড়া এক মুহুর্ত থাকাও যেন অসহনীয় হয়ে গেছে। কিন্তু সবার তো আর এসি কেনার ক্ষমতা নেই। তাই ফ্যান চালিয়েই কীভাবে এসির মত ঠান্ডা হবে ঘর তারই কিছু টিপস রইল।

ঘরে যথাসম্ভব কম আলো জ্বালানোর চেষ্টা করুন। যারা কম্পিউটারে কাজ করেন তাঁরা টেবিল ল্যাম্প বা এই ধরনের ছোট আলো জ্বালিয়ে কাজ করতে পারেন। ঘরে আলো যত কম থাকবে ঘর তত গরম কম হবে। এছাড়া হালকা রঙের চাদর ব্যবহার করুন। হালকা রঙের চাদর আর পর্দা তাপ প্রতিফলিত করবে, তার ফলে ঘর ঠান্ডা রাখতে সুবিধে হবে।

   
 ⁠

ঘরের জানলা দরজা প্রথমে বন্ধ করে দিন। এরপর জানলার সব পর্দা ঢেকে দিন। সব জানলায় চাদর ভিজিয়ে মেলে দিন। এমনকি ঘরের মেঝেতেও চাদর ভিজিয়ে পেতে দিন। এরপর ভেজা চাদর মেলে দেওয়া একটি জানলার সামনে টেবিল ফ্যান চালিয়ে দিন। দেখবেন মাত্র ৫ মিনিটেই ঘর আপনার একেবারে ঠান্ডা।

  
 ⁠

এছাড়াও, ছাদে চুন পেন্ট করে নিতে পারেন। এতে আপনার ছাদের নীচতলার ঘর ঠান্ডা থাকবে। ঘরে ছোট ছোট গাছ রাখতে পারেন। মাঝে মাঝেই সেই গাছে জল স্প্রে করুন। এতেও ঘর অনেকটাই ঠান্ডা হবে।