গসিপ

রাহুলের সঙ্গে প্রেমের গুঞ্জন এখন অতীত! বর্তমানে রুকমার সবথেকে কাছের কে জানেন? ফাঁস করলেন অভিনেত্রী

এক সময়ে তাঁদের প্রেমের গুঞ্জনে সরগরম ছিল টলি পাড়া। রাহুল প্রিয়াঙ্কার বিচ্ছেদের পর দুই তরফেই তৃতীয় ব্যক্তির আগমন নিয়ে গুঞ্জন উঠেছিল। রাহুলের সঙ্গে জড়িয়েছিল রুকমার। তবে সেই সব এখন অতীত। এবার নিজের সব থেকে কাছের কে সেই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

দেশের মাটি ধারাবাহিক থেকে জনপ্রিয়তা পায় এই জুটি। সিরিয়ালে তাঁদের চরিত্রের নাম ছিল রাজা আর মাম্পি। ভালোবেসে ‘রাম্পি’ ডাকত দর্শকরা। সেই সময় থেকেই রাহুল আর রুকমার অফস্ক্রিন কেমিস্ট্রিও বারবার উঠে আসত চর্চায়।

একবার রুকমার গালে চুমু দিচ্ছেন অভিনেতা এমন একটি ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর। এবার এই নিয়ে মুখ খুললেন রুকমা। অভিনেত্রী বলেন, “রাহুলদা আর প্রিয়াঙ্কার প্রথম যখন কথা হচ্ছে, তখন থেকেই ব্যাপারটা জানি। ও আমার খুব ভালো বন্ধু। আর বন্ধুর ভালো হলে আনন্দই তো হবে। রাহুলদার পাশে সবসময় আছি। ওরা দুজন সবসময় ভালো থাকুক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। আমি সত্যি খুশি”।

এরপরেই জানতে চাওয়া হয় এখন তাহলে তাঁর মনের মানুষ কে? উত্তরে অভিনেত্রী বলেন, “আমি নাম বলছি। নাম কেন মোবাইলে ছবিই আপনাদের দেখাচ্ছি”। এরপরেই ছবি দেখান তিনি। সেখানে দেখা যাচ্ছে, একটি ব্র্যান্ড নিউ গাড়িটির সামনে দাঁড়িয়ে আছেন তিনি। অর্থাৎ এই মুহূর্তে সব থেকে প্রিয় তাঁর এই নতুন গাড়ি। তাকে তিনি রোজ স্নান করান। যত্ন করেন নিজের সন্তানের মতোই।

 

Back to top button