ও আমার দিদি, কেউ এই সম্পর্ক ছিনিয়ে নিতে পারবে না! জয়াকে নিয়ে নিজের মনোভাব প্রকাশ করলেন রেখা

Published on:

ও আমার দিদি, কেউ এই সম্পর্ক ছিনিয়ে নিতে পারবে না! জয়াকে নিয়ে নিজের মনোভাব প্রকাশ করলেন রেখা

জয়া-অমিতাভ-রেখা এই ত্রিকোণ প্রেম কাহিনী আজও বলিউডের চর্চার অন্যতম জনপ্রিয় টপিক। এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক সব সময়ই শিরোনামে। জানা যায় জয়া ভাদুড়ির সঙ্গে বিয়ের পরেও রেখার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন অমিতাভ বচ্চন। আর এই নিয়ে তাদের সংসারে অশান্তিও হয়েছিল। এমনকি জয়া বচ্চন নাকি চড়ও মেরেছিলেন রেখাকে। কিন্তু কখনই জয়াকে নিয়ে খারাপ মন্তব্য করেননি রেখা। বরং তাকে সম্মান দিয়ে বিশেষ এক মন্তব্য করেছিলেন অভিনেত্রী।

অমিতাভ বচ্চন এবং রেখা একসঙ্গে অনেকগুলি ছবি করেছেন কিন্তু তাঁদের প্রথম ছবি ছিল ‘দো আনজানে’। এই ছবির সেটেই শুরু প্রেম। শোনা যায় তাদের সম্পর্কের প্রথম দিকে, তাঁরা রেখার বন্ধুর একটি বাংলোতে দেখা করতেন। তাঁদের সম্পর্কের কথা অজানা ছিল না কারোর।

   
 ⁠

জয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলতে গিয়ে রেখা বলেন, “আমি ওকে সমীহ করি। এত ভাল একজন মানুষ। ওর মধ্যে একটা ক্লাস রয়েছে। দিদিভাইকে আমি খুব ভালবাসি। এই সব রটনার আগে আমাদের খুব ভাল বন্ধুত্ব ছিল। মিডিয়া সবটা কেমন নষ্ট করে দিল। এক আবাসনে থাকতাম আমরা। ও আমার দিদিভাই, আমার দিদি, আজও আমার দিদি। যাই হয়ে যাক না কেন, এই সম্পর্ক কেউ ছিনিয়ে নিতে পারবেই না। ও সেটা বোঝে। যখনই আমাদের দেখা হয় ভীষণ মিষ্টি ব্যবহার করে”।

  
 ⁠

সরাসরি না হলেও বহুবার অমিতাভকে ভালোবাসার কথা স্বীকার করেছেন রেখা। একবার তাঁকে বলতে শোনা গিয়েছিল, “দুনিয়ার সব ভালবাসা এক করে তাতে আরও কিছুটা মিশিয়ে নাও, হ্যাঁ অতটাই ভালবাসি ওঁকে”।