প্রার্থনার ফল, কৃতজ্ঞতায় ভরুক হৃদয়! দিওয়ালিতে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন দীপবীর, কার মত দেখতে হল একরত্তিকে?

Published on:

প্রার্থনার ফল, কৃতজ্ঞতায় ভরুক হৃদয়! দিওয়ালিতে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন দীপবীর, কার মত দেখতে হল একরত্তিকে?

দুই থেকে তিন হয়েছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। মুম্বইয়ের একটি প্রসিদ্ধ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এবার সদ্যজাত কন্যাকে কী নাম দিলেন বাবা দিলেন রণবীর সেই কথাই আনলেন প্রকাশ্যে।

বরাবরই মজা করে কথা বলেন রণবীর। সদা প্রাণোচ্ছল থাকেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় হাসি মজা করতে। বাস্তব জীবনেও একই রকম ভাবে মজা করে বাঁচতে ভালোবাসেন অভিনেতা। এবারেও সেই প্রমাণ মিলল আরেকবার।

   
 ⁠

দিওয়ালিতে প্রকাশ্যে আনলেন মেয়ের নাম। সোশ্যাল মিডিয়ায় একরত্তির দুটি পায়ের ছবি দিয়েছেন রণবীর। সেখানেই লিখেছেন মেয়ের নাম। তাঁদের এত দিনের প্রার্থনার ফসল সে। তাই মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। অর্থাত্‍ প্রার্থনা।

  
 ⁠

সিংঘম এগেইন এর ট্রেলর মুক্তির এক অনুষ্ঠানে এসে রণবীর জানিয়েছিলেন, “আমার ডিউটি থাকে রাতে। তবে আপনাদের বলে রাখি এই ছবিতে অনেক স্টার রয়েছেন তার মধ্যে আমার বেবি সিম্বারও ডেবিউ হতে চলেছে। কারণ, এই ছবিটির শুটিংয়ের সময় দীপিকা প্রেগন্যান্ট ছিল। লেডি সিংঘম, সিম্বা আর বেবি সিম্বার তরফ থেকে আপনাদের অগ্রিম ধন্যবাদ”।

কিছুদিন আগে বাড়ি ফিরেই ইন্সটাগ্রামে নিজের বায়ো চেঞ্জ করেছিলেন দীপিকা। লিখেছিলেন, “ফিড, বার্প, স্লিপ, রিপিট”। যা বাংলায় করলে মানে দাঁড়ায় খাওয়াও, ঢেঁকুর তোলাও , ঘুম পাড়াও আবার সেই কাজটাই করো। এখন পুরোপুরি ভাবে মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চাইছেন অভিনেত্রী।