সুখবর অনুরাগীদের জন্য! দু’ পায়ে প্লাস্টার নিয়ে নিম ফুলের মধু’র শুটিং ফ্লোরে রুবেল

অবশেষে শুটিং ফ্লোরে ফিরলেন নিম ফুলের মধু এর অভিনেতা রুবেল দাস। স্বস্তি পেলেন তার অনুরাগীরা। কিছুদিন আগেই সিরিয়ালের এক দৃশ্যে অনিভয় করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান তিনি। এরপর বাড়িতে সম্পূর্ন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সেই মতোই বিরতি নিয়েছিলেন অভিনেতা। তবে এবার আবার ফিরলেন কাজে।
তাঁর প্রেমিকা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য শেয়ার করেছিলেন রুবেলের প্লাস্টার পায়ের ছবিও। যা দেখা মাত্রই উদ্বেগ প্রকাশ করেছিলেন ভক্তরা। দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করেছিলেন তিনি।
এদিকে অভিনেতা এত তাড়াতাড়ি কাজে ফেরায় যেমন তাঁর অনুরাগী মহল খুশি ঠিক তেমনই উদ্বেগ প্রকাশও করেছেন একাংশ। তাঁদের প্রশ্ন এত তারাতারি রুবেল কি আদৌ সুস্থ হয়েছেন?
এদিকে মাঝে গুঞ্জন উঠেছিল তাঁকে বাদ দেওয়া হয়েছে সিরিয়াল থেকে। কিন্তু অভিনেতা জানিয়েছিলেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে তার দিক থেকে তিনি সহযোগিতা করবেন। ইতিমধ্যেই তার বাড়ি থেকে একদিন শুটিং হয়েছে। এই নতুন শুটিং তিনি বাড়ি থেকে করছেন নাকি শুটিং ফ্লোরে যাচ্ছেন সেই বিষয়টি অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট নয়।