ভাঙা পায়ে বাড়িতে বসেই চলল সেলিব্রেশন! কেক, পায়েস সহযোগে দারুন জমজমাট রুবেলের জন্মদিন

কিছুদিন আগেই সিরিয়ালের এক দৃশ্যে অনিভয় করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান রুবেল। এরপর বাড়িতে সম্পূর্ন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সেই মতোই বাড়িতে থেকে অভিনয় করেছেন অভিনেতা। এবার ঘরে বসেই চলল অভিনেতার জন্মদিন পালন । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য।
এখনও কমেনি পায়ের চোট তাই অগ্যতা বাড়িতে বসেই চলল সেলিব্রেশন। কেক, পায়েস সহযোগে দারুন জমজমাট রুবেলের জন্মদিন। প্রেমিকের জন্মদিনে সকাল সকালই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেন শ্বেতা।
ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “My love for you is taller than the Sky And wider than the galaxy , HAPPY BIRTHDAY BABAI🎂🎂🍰🍰🍫🍫…Love you so much”। পাল্টা ধন্যবাদ জানিয়ে উত্তর দিয়েছেন রুবেলও। তিনি লিখেছেন, “Thank you for making my day so so special, and making my life so wonderful, i love you”।
অভিনেতার পা ভাঙার খবর প্রথম দিয়েছিলেন তাঁর প্রেমিকা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শেয়ার করেছিলেন রুবেলের প্লাস্টার পায়ের ছবিও। যা দেখা মাত্রই উদ্বেগ প্রকাশ করেছিলেন ভক্তরা। দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করেছিলেন তিনি।