ফের হাসপাতালে ভর্তি রুবেল! কী হয়েছে অভিনেতার? কেমন আছেন এখন?

শারীরিক দিক থেকে ভাগ্যটা মোটেই ভালো যাচ্ছে না রুবেলের। সমানে একের পর এক সমস্যা লেগেই রয়েছে তার। কিছুদিন আগেই সিরিয়ালের সেটে গিয়ে পা ভেঙেছিল। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে গোটা পুজোটাই কাটাতে হলো হাসপাতালে। এদিকে তার জন্য ও মন খারাপ হয়ে ঠাকুর দর্শনও করলেন না প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য।
ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন রুবেল। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভ বিজয়া জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি নিজের প্রেমিকা সেতাকেও খোলা চিঠি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। অভিনেতা লিখেছেন, “শুভ বিজয়া জানাই সকলকে, এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধূ সুস্থ হওয়া নিয়ে, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল, বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল, আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না, সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, ডক্টর এর সঙ্গে কথা বলা, আমার ওষুধ, আমার রক্ত পরীক্ষা, শ্বেত কনিকার মাত্রা কমে যাওয়া নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা, মনে হল উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ”।
এরপরই কৃতজ্ঞতা জানিয়ে প্রেমিকার উদ্দেশ্য তিনি লেখেন, “কৃতজ্ঞ তোমার কাছে। যদিও চিন্তার কারণ নেই তাও স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা। পোস্টের শেষে স্পষ্ট করে লিখে দিয়েছেন তিনি এখন সুস্থ রয়েছেন। ভাল রয়েছেন। তাই ভক্তরা উদ্বেগ প্রকাশ করলেও তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই”।
প্রসঙ্গত, প্রথমদিকে তারা সম্পর্কে এলেও এই সম্পর্ক কতটা স্থায়ী হবে তা নিয়ে ধন্ধে ছিলেন দুজনেই। ঠিক তখনই এই দুজনের দুই পরিবার তাদেরকে মেলানোর উদ্যোগ নেয়। তারাই মোটামুটি সমস্তটা ঠিক করে দেয়। এরপর থেকে চুটিয়ে প্রেম করছেন শ্বেতা এবং রুবেল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, দুর্ঘটনার আগেও তাঁরা বিয়ে নিয়ে ভাবছিলেন৷ এমনকী এখনও কথাবার্তা চলছে৷ ২০২৫ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুবেল ও শ্বেতা৷ তবে এখনও কোন তারিখ পাকা হয়নি৷