টানাটানির সংসারে লোকের বাড়ি কাজ করে ছেলের স্বপ্ন পূরণ! দাদাগিরির মঞ্চে লড়াইয়ের কথা শোনালেন রুবেলের মা

রুবেল দাস এখন বাংলা টেলি জগতের জনপ্রিয় মুখ। ডান্স বাংলা ডান্স থেকে উঠে এসে এখন রীতিমত বাংলা সিরিয়ালে চুটিয়ে কাজ করছেন তিনি। এখন সাফল্যের শিখরে পৌঁছে গেলেও একটা সময় কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে তাঁকে। তাঁর মাও তাঁর জন্য কঠিন লড়াই করেছেন।
আরও পড়ুন: এবার গাছেদের মধ্যেই বাঁচবে ঐন্দ্রিলা! মেয়ের স্মৃতি রক্ষায় দারুন উদ্যোগ শিখা দেবীর
সম্প্রতি দাদাগিরির মঞ্চে এসেছিলেন রুবেল। সেখানেই সারপ্রাইজ দেওয়ার জন্য তাঁর মাকেও নিয়ে আসা হয়। এরপরেই সৌরভ গাঙ্গুলির সামনে দাঁড়িয়ে ছোট্ট থেকে ছেলেকে বড় করার গল্প শোনান অভিনেতার মা। বলেন, কীভাবে দিনের পর দিন কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে ছেলেকে বড় করেছেন।
তিনি বলেন, “হঠাৎ করেই স্বামীর জটিল রোগ ধরা পড়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল রুবেলের বাবার কাজ। একদিকে স্বামীর জটিল রোগ, আর অন্যদিকে ছেলেদের বড় করার স্বপ্ন। দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতেও হিমশিম খেতে হয় তাদের”।
আরও পড়ুন: গা ভর্তি গয়না, বেনারসিতে সিঁদুর দান! এবার কি চুপিসারে বিয়ে সারলেন দেবচন্দ্রিমাও?
তিনি আরও বলেন, “এরপর রুবেলের বাবা মারা যাওয়ার পর লড়াই আরও কঠিন হয়ে ওঠে। ছেলের স্বপ্নপূরণ করার জন্য জেদ চেপে যায়। তাই লোকের বাড়িতে রান্না ও আয়ার কাজ করি।” এদিকে মায়ের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে ছেলে। চোখ ভিজে যায় জলে। মা যে তাঁর অনুপ্রেরণা সেকথা স্বীকার করে নেন।