একে অন্যকে বুঝি ভালোবেসে! সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবি পোস্ট করে প্রেম জাহির রুবেলের

Published on:

বিয়ে ভাঙছে রুবেল-শ্বেতার? জল্পনার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর

রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য বাংলা টেলি জগতের জনপ্রিয় এক জুটি। তাদের প্রেম সর্বজন বিদিত। কবে তারা ছাদনাতলায় যাচ্ছেন সেই নিয়ে আগেই মুখ খুলেছিলেন অভিনেতা রুবেল স্বয়ং। এবার আরও এক অন্তরঙ্গ ছবি পোস্ট করে আদুরে ক্যাপশন লিখলেন তিনি।

আপাতত নিম ফুলের মধু ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে রুবেলকে। পর্দায় যতই পর্ণার সঙ্গে রসায়ন মজবুত করুক রুবেল বাস্তবে যে শ্বেতাকে ছাড়া তিনি অসম্পূর্ণ সেই কথা বারবার বলেছেন তিনি।

   
 ⁠

প্রথমদিকে তারা সম্পর্কে এলেও এই সম্পর্ক কতটা স্থায়ী হবে তা নিয়ে ধন্ধে ছিলেন দুজনেই। ঠিক তখনই এই দুজনের দুই পরিবার তাদেরকে মেলানোর উদ্যোগ নেয়। তারাই মোটামুটি সমস্তটা ঠিক করে দেয়। এরপর থেকে চুটিয়ে প্রেম করছেন শ্বেতা এবং রুবেল।

  
 ⁠

শুয়ে থাকা অবস্থায় হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন রুবেল দাস। তাঁর গালে গাল ঠেকিয়ে ছবি তুলেছেন শ্বেতা ভট্টাচার্য। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “সঙ্গে চলি হাতটি ধরে, একে অন্যকে বুঝি ভালোবেসে…”। এর জবাবেই অভিনেত্রী লেখেন, “তোর আমার মাঝে তো শুধু প্রেমই আছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকেই ভালোবাসব।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ২০২৫ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুবেল ও শ্বেতা৷ যদিও এখনও কোন তারিখ পাকা হয়নি৷ ছিমছাম ভাবে হবে বিয়ে। অভিনেতার কথায়, “কোনও লুকোছাপা থাকবে না। সবাইকে সবটা জানিয়েই বিয়েটা করব আমরা”।

নিজেদের সম্পর্ক নিয়ে তিনি বলেন, “শ্বেতা আমায় ভীষণ বোঝে। না আমি ওর কাজে নাক গলাই, না ও আমার কাজে নাক গলায়। আসলে আমাদের মধ্যে বোঝাপড়া ভীষণ ভালো। কারও কোনও কাজে আমাদের কারও খারাপ লাগে সেটা ওই সময়ের জন্যই। তাছাড়া আমরা কেউই কাউকে কোনও কিছুর জন্য বারণ করি না”।