কবে ছাদনা তলায় যাচ্ছেন রুবেল-শ্বেতা? বিয়ের দিনক্ষণ নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা

রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য বাংলা টেলি জগতের জনপ্রিয় এক জুটি। তাদের প্রেম সর্বজন বিদিত। তবে কবে এবার তারা ছাদনাতলায় যাচ্ছেন সেই নিয়ে মুখ খুললেন অভিনেতার রুবেল স্বয়ং।
আপাতত নিম ফুলের মধু ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে রুবেলকে। কিছুদিন আগে সেই সিরিয়ালের কাজ করতে গিয়ে পা ভেঙে ঘরে প্রায় ছয় সপ্তাহ বিশ্রামে ছিলেন তিনি। তবে আপাতত সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন অভিনেতা। এর মধ্যেই নিজেদের বিয়ে নিয়ে মুখ খুললেন তিনি।
প্রথমদিকে তারা সম্পর্কে এলেও এই সম্পর্ক কতটা স্থায়ী হবে তা নিয়ে ধন্ধে ছিলেন দুজনেই। ঠিক তখনই এই দুজনের দুই পরিবার তাদেরকে মেলানোর উদ্যোগ নেয়। তারাই মোটামুটি সমস্তটা ঠিক করে দেয়। এরপর থেকে চুটিয়ে প্রেম করছেন শ্বেতা এবং রুবেল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, দুর্ঘটনার আগেও তাঁরা বিয়ে নিয়ে ভাবছিলেন৷ এমনকী এখনও কথাবার্তা চলছে৷ ২০২৫ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুবেল ও শ্বেতা৷ তবে এখনও কোন তারিখ পাকা হয়নি৷